আসছে অস্ট্রেলিয়া! অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশেই
আগামী বছরের জানুয়ারিতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বাংলাদেশেই ! আজ দুবাইয়ে আইসিসির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। অবশ্য নিয়মানুযায়ী বিকল্প ভেন্যুরও সংস্থান রাখা হয়েছে।
সম্প্রতি নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া। এই সফরে তাদের টাইগারদের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিলো। অস্ট্রেলিয়ার পথ ধরে দক্ষিণ আফ্রিকা নারী দলও তাদের বাংলাদেশ সফর বাতিল করে দেয়। ফলে আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠেয় আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছিলো। তবে বাংলাদেশেই অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভেন্যু বহাল রেখেছে আইসিসি।
এছাড়া অস্ট্রেলিয়া দল তাদের বাংলাদেশ সফরের সূচি নতুন করে চূড়ান্ত করবে বলে দুবাই থেকে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা।
গত মাসের শেষ দিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু অস্ট্রেলিয়ান সরকারের সতর্কবানী কারণে হঠাৎ সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সামনের সুবিধেজনক কোনো সময় বাংলাদেশ সফরে আসার ইচ্ছা আছে বলে বিসিবিকে আশ্বস্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দুবাই থেকে এমন আশার কথাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সজুন।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন