আসছে ঈদের দিন অাব্রাহামকে কি পরাবেন অপু?
অপু বিশ্বাস ঈদ উপলক্ষে বিভিন্ন টিভি অনুষ্ঠানের শুটিং করে ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ততার মধ্যে ছেলে আব্রাম খান জয়ের ঈদের পোশাক কেনা হয়েছে বলে জানান ঢালিউডের জনপ্রিয় এই চিত্রনায়িকা।
অপু বিশ্বাস বলেন, ‘আব্রামের জন্য একটা পাঞ্জাবি নিয়েছি। ফিরোজা ও অফহোয়াইট রঙের মিশ্রণের পাঞ্জাবির ডিজাইনটি আমার নিজের করা। আমি সাধারণত আমার নিজের পোশাক নিজেই ডিজাইন করে পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি। এটা আব্রামের প্রথম ঈদ। আমি চাই, আমার ডিজাইন করা পাঞ্জাবি ঈদে আব্রাম পরবে।’
এ ছাড়া আত্মীয়স্বজনের কাছ থেকে এখন পর্যন্ত ১৩টি পোশাক আব্রাম উপহার পেয়েছে বলে জানান অপু বিশ্বাস।
অন্যদিকে, নিজের জন্য এখনো কেনাকাটা করেননি অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আমি এখনো নিজের জন্য কিছুই কিনতে পারিনি। অনেক ব্যস্ত সময় পার করছি। সময় পাচ্ছি না। দেখা যাক, কবে কিনতে পারি।’
শাকিব খানের জন্য ঈদের বিশেষ উপহার কেনা হয়েছে কি না জানতে চাইলে অপু বলেন, ‘শাকিব তো দেশের বাইরে শুটিংয়ে আছে। এখন পর্যন্ত শাকিবের জন্যও কিছু কেনা হয়নি।’
ঈদে বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পাবে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। এ ছাড়া ছবিতে আর একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। ছবিটি নিয়ে বেশ আশাবাদী অপু বিশ্বাস।
‘রাজনীতি’র শুটিং বাকি রেখেই গত বছরের মার্চে হঠাৎ ‘নিখোঁজ’ হয়ে যান অপু বিশ্বাস। তখন থেকেই সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন এই জনপ্রিয় নায়িকা। অনেকটা ইচ্ছে করেই তিনি চলে যান লোকচক্ষুর অন্তরালে। শুধু ভক্তরা নন, চলচ্চিত্র-সংশ্লিষ্টদের কেউই তাঁর কোনো খবর জানতে পারেনি গত এক বছর। গত ১০ এপ্রিল সন্তান নিয়ে আবার দেশে ফেরেন অপু। এর কিছুদিন পরই একটি বেসরকারি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে এসে শাকিবের সঙ্গে তাঁর বিবাহিত জীবন ও অন্যান্য বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাঁর ছেলের জন্ম হয় কলকাতায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন