রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আসছে ফেসবুক ফোন, থাকছে যুগান্তকারী পরিবর্তন

র আগেও শোনা গেছে, ফেসবুকের নিজস্ব স্মার্টফোন বাজারে আসছে। কিন্তু আজ যে খবরটি জানা গেছে, তা গুজবের চেয়ে একটু বেশি কিছুই। সূত্র জানিয়েছে, শীঘ্রই ফেসবুক তাদের নিজস্ব স্মার্টফোন অবশেষে উদ্বোধন করতে যাচ্ছে। আর এই ফেসবুক ফোনটি তৈরি করার জন্য জোর গবেষণা করছে প্রতিষ্ঠানটি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সিনেট।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এ যুগান্তকারী ফোনটি আনা হচ্ছে স্মার্টফোনের বাজারকে সম্পূর্ণ পাল্টে দিতে। ফেসবুকের মতো প্রতিষ্ঠান যখন এ হুমকি দেয় তখন অন্য সবারই তা গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত।

তবে নতুন এ স্মার্টফোনে যে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডই ব্যবহার করা হবে, তা অনেকাংশেই নিশ্চিত। দি নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আসন্ন অনুষ্ঠানে যে ফোন দেখানো হবে তা একটি বিশেষ ধরনের অ্যান্ড্রয়েড ফোন যা ফেসবুকের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত। যেমন অ্যান্ড্রয়েডের হোমস্ক্রিনের বদলে ফেসবুকের নিউজ ফিড আসতে পারে এই ফোনে। অর্থাৎ, ফেসবুকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েই এই স্মার্টফোনের জন্য অ্যান্ড্রয়েডকে কাস্টোমাইজ করা হয়েছে।

অন্যান্য সুবিধার মধ্যে থাকবে ক্যামেরা ও মেসেজিং এ ফেসবুকের অ্যাপ্লিকেশন। সাধারণত আমরা অ্যান্ড্রয়েডে যে ক্যামেরা বা মেসেজিং অ্যাপ্লিকেশন ব্যবহার করি তা অ্যান্ড্রয়েডের স্টক অ্যাপ্লিকেশন। কিন্তু এই ফেসবুক ফোনে মেসেজিং-এর জন্য থাকবে ফেসবুক মেসেঞ্জার ও ক্যামেরা অ্যাপ্লিকেশনে থাকবে ফেসবুক ক্যামেরা।

যুগান্তকারী পরিবর্তন
স্মার্টফোনের জগতে ফেসবুক যুগান্তকারী পরিবর্তন আনবে বলে যে হুমকি দিয়েছে তার বাস্তব ভিত্তি হলো স্মার্টফোনটির বিশেষ ডিজাইন। স্মার্টফোনটি হতে যাচ্ছে লেগোর মতো। অর্থাৎ এতে বহু খণ্ড থাকবে। এ খণ্ডগুলো জোড়া দিয়েই ফোনটি তৈরি হবে। যে কোনো ব্যবহারকারী ইচ্ছে করলেই এটি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন। উদাহরণস্বরূপ বলা যায়, স্মার্টফোনটির ক্যামেরা পছন্দ না হলে চট করে তা খুলে পছন্দমতো ক্যামেরা লাগিয়ে নেওয়া যাবে। একইভাবে প্রসেসর ও অন্যান্য অংশও বদলানো যাবে। এ ধরনের স্মার্টফোনের ক্যামেরার ছবিও অনলাইনে প্রকাশিত হয়েছে, যা স্মার্টফোনে স্থাপন করা যাবে।

এর আগে গুগল এ ধরনের বিচ্ছিন্ন স্মার্টফোন বানানোর চেষ্টা করলেও সে প্রকল্পটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়। তবে ফেসবুক সে প্রকল্পটি এগিয়ে নিচ্ছে।
বিশ্বসেরা টিম

ফেসবুকের নতুন স্মার্টফোনটি বানানোর জন্য বিশ্বের অন্যত সেরা গবেষক ও প্রকৌশলীদের নিয়োগ করেছে ফেসবুক। এজন্য তারা বেশ কিছুদিন আগেই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। ফেসবুকের এ ধরনের ৫০টি নিয়োগ বিজ্ঞপ্তির সন্ধান পাওয়া যায়, যেখানে স্মার্টফোন নির্মাণের কাজে দক্ষ ও বিশেষজ্ঞদের অনুসন্ধান করা হয়েছে। এরপর তারা যে টিম তৈরি করেছে সেখানে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইত্যাদি পেশাজীবীদের সমন্বয়ে টিম। এ টিমে যাদের নাম রয়েছে তারা মাইক্রোসফট, সনি এরিকষন, আইফোন, মটোরোলা ইত্যাদি প্রতিষ্ঠানে আগে কাজ করেছেন। ফলে ফেসবুক যে স্মার্টফোন নির্মাণ কাজটি বেশ গুরুত্বের সঙ্গে শুরু করেছে তা বলাই বাহুল্য। তবে স্মার্টফোনটি কবে নাগাদ বাজারে আসবে, সে সম্পর্কে এখনও কোনো তথ্য জানাতে পারেননি বিশ্লেষকরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু

মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ

নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন

  • অবশেষে বাংলাদেশে ১৯ অক্টোবর থেকে পে-প্যাল সেবা
  • রবি গ্রাহকদের জন্য সুখবর ! ছাড় পাবেন উবারে !
  • মেধাসত্ত্ব সংরক্ষণের দাবি ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে
  • লক খুলবে মুখ দেখেই আইফোন ৮
  • ফেসবুক এবং গুগলের যুগে ডিজিটাল বিজ্ঞাপন প্ল্যাটফর্ম পরিকল্পনা করলে ভুল-ই হবে
  • এবার থেকে হোয়াটসঅ্যাপেও টাকা লেনদেন! জেনে নিন কীভাবে
  • ফেসবুক হ্যাক হয় যেভাবে
  • ধর্ষণ থেকে আত্মহত্যা! সবই পাওয়া যাচ্ছে গেমে
  • এলিয়েন তাড়ালেই নাসাতে মিলবে কোটি টাকার চাকরি
  • রাত্রে বিছানায় মোবাইল নিয়ে ঘুমনো অভ্যেস? জানেন না, কতবড় ভুল করছেন
  • দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন ১০০ কোটি মানুষ
  • ফেসবুকে দামি গাড়ি, গয়নার ছবি পোস্ট করেছেন? সর্বনাশ!