আসছে সালমানের ‘কিক-২’

২০১৪ সালের ব্লকবাস্টার ছবি ‘কিক’-এর সিক্যুয়াল নিয়ে অনেক জল্পনা-কল্পনা থাকলেও এ দুই বছরে তার কোনো ফল দেখা যায়নি। অবশেষে ২০১৮ সালে সালমান খানের ভক্তরা ‘কিক-২’ দেখতে পাবেন বলে আভাস পাওয়া যাচ্ছে। এমনটাই খবর প্রকাশিত হয়েছে ডিএনএ ইন্ডিয়ার ওয়েবসাইটে।
‘কিক’ ছবির পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার ঘনিষ্ঠ এক সূত্র এ বিষয়ে বলেন, ‘সাজিদ ‘কিক-২’-এর চিত্রনাট্য প্রায় ৮০ ভাগই লিখে শেষ করেছেন। স্ক্রিপটি সালমান খানকে পড়েও শুনিয়েছেন তিনি। সালমান খান খুবই পছন্দ করেছেন। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে এ ছবির কাজ শুরু করবেন বলে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন।’
একই সূত্র থেকে জানা যায়, সালমান খান ‘কিক’ ছবিতে যে চরিত্রে অভিনয় করেছেন, ‘কিক-২’-তেও একই চরিত্রে অভিনয় করবেন। তিনি আরো বলেন, ‘তবে অন্য চরিত্রগুলোতে ভিন্নতা আসতে পারে।’ এর মানে ‘কিক-২’-তে হয়তো নওয়াজউদ্দিন সিদ্দিকী, রণদীপ হুদা ও জ্যাকলিন ফার্নান্দেজ নাও থাকতে পারেন।
সূত্র আরো জানায়, ২০১৭ সালেই ‘কিক-২’-এর শুটিং শুরু করা যেত। কিন্তু এই বছর সালমান খান কবির খানের ‘টিউবলাইট’ ও আলী আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন। সাজিদও এ বছর বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’, সাব্বির খানের ‘বাঘি-২’ ও ‘জুদওয়া-২’ এ তিনটি ছবি নিয়ে ব্যস্ত। তাই ‘কিক-২’-এর কাজ ২০১৮ সালে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন