আসন্ন আইপিএলে নতুন নিয়ম

আসন্ন আইপিএলে নতুন নিয়ম। উদ্বোধনী অনুষ্ঠান থাকছে ইডেনেও। তেরোই এপ্রিল হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। সেদিনই কলকাতা নাইট রাইডার্স আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামবে ইডেনে। আইপিএলের উদ্বোধন দেখা হবে না? কলকাতার ক্রিকেটপ্রেমীরা এমনটা ভেবেই হাহুতাশ করছেন।
কারণ এবারের আইপিএলের উদ্বোধন হবে হায়দরাবাদে। কিন্তু কলকাতার দর্শকদের আর হাহুতাশ করতে হবে না। বিসিসিআই এবার ইডেনের বুকেও আইপিএলের ওপেনিং সেরিমনির অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিল। প্রতিটি সংস্থার সঙ্গে বিসিসিআই আইপিএল নিয়ে বৈঠকে বসেছিল।
বোর্ড সিইও রাহুল জোহরির উপস্থিতিতে ঠিক হয়েছে এবার থেকে প্রতিটি ভেনুর প্রথম ম্যাচের আগে একটা উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে অনুষ্ঠানগুলি হবে বিকেল চারটে থেকে । ফলে ইডেনেও তেরোই এপ্রিল হবে এমনই একটি উদ্বোধনী অনুষ্ঠান। ওইদিনই কলকাতা নাইট রাইডার্স আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামবে ইডেনে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন