আসন্ন আইপিএলে নতুন নিয়ম
আসন্ন আইপিএলে নতুন নিয়ম। উদ্বোধনী অনুষ্ঠান থাকছে ইডেনেও। তেরোই এপ্রিল হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। সেদিনই কলকাতা নাইট রাইডার্স আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামবে ইডেনে। আইপিএলের উদ্বোধন দেখা হবে না? কলকাতার ক্রিকেটপ্রেমীরা এমনটা ভেবেই হাহুতাশ করছেন।
কারণ এবারের আইপিএলের উদ্বোধন হবে হায়দরাবাদে। কিন্তু কলকাতার দর্শকদের আর হাহুতাশ করতে হবে না। বিসিসিআই এবার ইডেনের বুকেও আইপিএলের ওপেনিং সেরিমনির অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিল। প্রতিটি সংস্থার সঙ্গে বিসিসিআই আইপিএল নিয়ে বৈঠকে বসেছিল।
বোর্ড সিইও রাহুল জোহরির উপস্থিতিতে ঠিক হয়েছে এবার থেকে প্রতিটি ভেনুর প্রথম ম্যাচের আগে একটা উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে অনুষ্ঠানগুলি হবে বিকেল চারটে থেকে । ফলে ইডেনেও তেরোই এপ্রিল হবে এমনই একটি উদ্বোধনী অনুষ্ঠান। ওইদিনই কলকাতা নাইট রাইডার্স আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামবে ইডেনে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন