আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে : ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন।
তিনি আজ দুপুরে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী বাসস্ট্যান্ড পরিদর্শন কালে এ আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদে দেশের কোথাও রাস্তার জন্য যানজট হবেনা। বিগত যে কোন সময়ের চেয়ে এবারের ঈদের প্রস্তুতি অনেক ভাল। চার লেনের অবস্থা অনেক ভাল। সে কারণে রাস্তায় যানজট হবেনা।
তিনি বলেন, আগের যে কোন সময়ের চেয়ে এবার ঈদে মানুষ স্বাচ্ছন্দ্যে নিজ নিজ ঘরে ফিরতে পারবে । আশা করি, এবছর ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে।
ওবায়দুল কাদের বলেন, আগের যে কোন বছরের তুলনায় এবারের ঈদের প্রস্তুতি অনেক ভাল। প্রস্তুতির কোন ঘাটতি নেই। মহাসড়কের অবস্থাও আগের চেয়ে ভাল।
তিনি বলেন, তবে কালিয়াকৈরের চন্দ্রায় সড়ক মেরামতের জন্য কিছুটা যানজটের আশংকা রয়েছে। একারণে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।
সেতু মন্ত্রী আরো বলেন, ২৬ জুন দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিটের (বিআরটি) ফিজিক্যাল কনস্ট্রাকশনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন প্রশানমন্ত্রী শেখ হাসিনা। জয়দেবপুর থেকে উত্তরা পর্যন্ত ৬টি ফ্লাইওভার নির্মাণ করা হবে। টঙ্গী ব্রিজ হবে ১০ লেন। টঙ্গী থেকে উত্তরা ৪ কিলোমিটার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ করা হবে।
সড়ক ও মহাসড়ক দখলমুক্ত করা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সড়ক ও মহাসড়কের ওপর ময়লা আবর্জনা পরিষ্কার রাখা এটি একটি চলমান প্রক্রিয়া। ঈদের আগে ও পরে রাস্তা দখল হয়ে থাকলে সেগুলো পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে। আমি রাতারাতি কোন কিছু করতে পরবো না।
রাস্তা পরিদর্শনের সময় সড়ক ও জনপথ বিভাগের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ডিএকেএম নাহিদ রেজা, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন