”আসলে পৃথিবীটা পরীক্ষা ক্ষেত্র, আমরা সবাই পরীক্ষার মধ্যে আছি”
অ্যাশ, আশরাফুল কোন নামে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?
অ্যাশ নামটা দিয়েছিলেন কোচ। বিদেশিরা আশরাফুল নামটা সহজে বলতে পারে না। ওরা অ্যাশ বলে। আমার কাছে আশরাফুল নামটাই বেশি ভালো লাগে।
নিজেকে মূল্যায়ন করুন। আচ্ছা, আপনি মানুষ হিসেবে কেমন?
এটা তো মানুষই বিচার করবে। তবে হ্যাঁ, নিজেকে খারাপ মানুষ মনে করি না। তবে এটা ঠিক যে, শতভাগও ভালো মানুষ নই। আমার মনে হয় আমি ৯০ শতাংশ ভালো মানুষ। যতটুকু পারি গরিব অসহায়দের সাহায্য করি। তবে আমি আরো ভালো মানুষ হতে চাই।
কষ্ট পান কখন?
মাঠে কষ্ট পাই রান করতে না পারলে। কেউ যদি মিথ্যা বলে, প্রতারণা করে তাহলে আহত হই। মন খারাপ হয়।
ভালো লাগে
রান করতে পারলে সবচেয়ে ভালো লাগে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে খুব পছন্দ করি। টিভিতে মুভি দেখতেও দারুণ পছন্দ করি। গান শুনতে ভালো লাগে।
ঘৃণা করেন
পরনিন্দা। কারো পেছনে কথা বলা। মিথ্যা বলা।
প্রিয় মানুষ
মা-বাবা, ভাই। বিয়ে করেছি। এখন স্ত্রীও প্রিয় হয়ে গেছে। আমার দুজন ভীষণ প্রিয় বন্ধু আছে। আশিক ও আরিফ। ২০ বছরের বন্ধুত্ব। তাদের সঙ্গে সময় কাটাতে দারুণ ভালো লাগে।
আপনার আদর্শ কে?
ক্রিকেটে আমার প্রথম আদর্শ আমিনুল ইসলাম বুলবুল। ছোটবেলা থেকেই তাকে অনুসরণ করে আসছি। দেশের বাইরে শচীন টেন্ডুলকার।
প্রিয় ব্যক্তিত্ব
আমি মুসলমান। নিয়মিত নামাজ পড়ি। ওমরাহ করেছি। একজন মুসলমানের কাছে সেরা ব্যক্তিত্ব হওয়া উচিত হযরত মুহাম্মদ (সা.)। আমার কাছেও তাই। এর বাইরে ওয়াহিদ স্যার। ওনার কারণেই আমি এই জায়গায়।
প্রিয় খাবার
অনেক খাবারই আমার প্রিয়। তবে চালের রুটির সঙ্গে গরুর ভুঁড়ি ও গরুর মাংস খেতে সবচেয়ে ভালো লাগে।
বাংলাদেশের বাইরে প্রিয় দেশ
শ্রীলঙ্কা। দেশটাকে নানা কারণে আমার বেশ ভালো লাগে। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে প্রথম শ্রীলঙ্কা সফর করেছিলাম এবং ভালো করেছিলাম। টেস্ট অভিষেকও হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। সেঞ্চুরি করেছিলাম প্রথম এ ম্যাচে। এসব কারণে তো বটেই, দেশ হিসেবেও শ্রীলঙ্কাকে পছন্দ করি। ওখানকার মানুষ খুবই অমায়িক। প্রায় সবাই শিক্ষিত।
প্রিয় হোটেল
বিশ্বের অনেক দেশেই যেতে হয়েছে। সব সময় ফাইভস্টার হোটেলেই থেকেছি। এর মধ্যে সবচেয়ে ভালো লেগেছে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়ার একটি হোটেল। দারুণ নৈসর্গিক পরিবেশ।
অবসরের প্রিয় জায়গা
নিজের বাড়ি। আমার রুম। এখানেই আমি সবচেয়ে রিলাক্স ও স্বাচ্ছন্দ্যবোধ করি।
জীবন সম্পর্কে মূল্যায়ন
আসলে পৃথিবীটা কিছু নয়। এটা পরীক্ষা ক্ষেত্র। আমরা সবাই পরীক্ষার মধ্যে আছি। জীবন খুবই ক্ষণস্থায়ী।
প্রেম-ভালোবাসা নিয়ে মূল্যায়ন
প্রেম-ভালোবাসা আছে বলেই তো সংসার এবং দুনিয়া টিকে আছে। আমি আমার পরিবারকে ভালোবাসি। এটা একটা পবিত্র এবং অফুরন্ত জিনিস।
ক্রিকেটার না হলে কী হতেন?
ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল ক্রিকেটার হব। ক্রিকেট ছাড়া অন্য কিছু মাথায়ই আসেনি। এখনো আসে না।
দাম্পত্য জীবন কীভাবে দেখেন
জীবনের খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এখানে আপনাকে প্রচুর সেক্রিফাইস করতে হবে। বিয়ে করেছি সাত মাস। এই সময়ে অনেক কিছু শিখেছি। অনেক ভুল হবে। কিন্তু বিশ্বাস অটুট রাখতে হবে। থাকতে হবে ভালোবাসা।
ব্যাচেলর না দাম্পত্য জীবন, কোনটা বেশি উপভোগ্য?
একেকটার তাৎপর্য একেক রকম। দাম্পত্য জীবনে প্রেসার আছে। দায়িত্ব আছে। ব্যাচেলর জীবনটা আবার অন্যরকম। বাঁধনহারা। খুব ভালো লাগে। বেশ মজা আছে।
বাবা হচ্ছেন। কেমন লাগছে?
অবশ্যই ভালো লাগছে। এটা জীবনের মাইলস্টোন। এতদিন দুই ভাতিজা ও ভাগ্নেকে নিয়ে মেতেছিলাম। এবার নিজেই বাবা হচ্ছি। আমি অপেক্ষায় আছি।
স্ত্রীর কোন গুণটা আপনাকে মুগ্ধ করে?
ওর অনেক গুণই আমাকে মুগ্ধ করে। তবে ওর যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে সেটি হলো ও বেশ সংসারী। সবার সঙ্গে মিলতাল করে চলতে পারে। বড় মনের মেয়ে। যৌথ পরিবারের সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে নিয়েছে। ওর জন্য আমি গর্বিত।
তার ওপর কখন বিরক্ত হন?
না, ওভাবে তার প্রতি বিরক্ত হই না। ও খুব নরম স্বভাবের মেয়ে। সবাইকে বুঝে নিতে পারে। আমাকেও সে ভালো বুঝে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন