আসল বিএনপির গাড়িতে আগুন
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসাতে যাওয়া আসল বিএনপির একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আসল বিএনপির মুখপাত্র দাবিদার নাসিমের লোকজন একটি পিকআপ ভ্যান নিয়ে বিএনপির কেন্দ্রীয় সামনে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসাতে গেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, আসল বিএনপি’র নেতাকর্মীরা নয়াপল্টনে বিএনপির কার্যালয় রোববার বিকেল পৌনে ৪টার দিকে দখল করতে আসলে সেখানে অবস্থান করা নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পড়ে। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা একটি বাস পুড়িয়ে দেয়।
এরআগে, গত ২ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘জাতীয়তাবাদী জনতার উচ্চ আদালত’ বসানোর লক্ষ্যে কামরুল হাসান নাসিমের অনুসারীরা সেখানে যান। তবে ‘নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল হয়ে যাবে’- এমন আশঙ্কায় ওইদিন সকাল থেকেই কার্যালয়ের সামনে পাহারা বসায় দলটির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। ফলে নাসিমের অনুসারীরা পল্টন থানার সামনে দিয়ে জাতীয় পতাকা হাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেলে ছাত্রদলের নেতা-কর্মীদের তাড়া খেয়ে পিছু হটে যায়। তবে নাসিম নিজে ওই কর্মসূচিতে হাজির ছিলেন না। তিনি পল্টন থানার সামনে অবস্থান করছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন