আস্তানায় জঙ্গি তানভীর কাদেরীর ছেলেসহ ৩ জনের অবস্থান

রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানায় এখনও জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলেসহ তিনজন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে আশকোনায় হাজিক্যাম্পের কাছে ‘সূর্য বাড়ি’ নামে তিনতলা একটি ভবন ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী।
অভিযানে থাকা কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মো. ছানোয়ার হোসেন বলেন, ভেতরে থাকা একজন জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
এর আগে ওই আস্তানায় অভিযানের মুখে শিশুসহ দুই নারী বেরিয়ে আসে। সকাল সাড়ে ৯টার দিকে জাহিদের স্ত্রী জেবুন্নাহারসহ চারজন পুলিশের কাছে ধরা দিয়ে জানান, ভেতরে এখনও দুই নারী এবং একজন পুরুষ রয়েছেন।
এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের বলেন, ‘ভেতরে তিনজন রয়েছেন। তাদের কাছে প্রচুর বিস্ফোরক ও সুইসাইডাল ভেস্ট রয়েছে। ‘
তিনি আরও বলেন, ‘আত্মসমর্পণকারীদের কাছে একটি পিস্তল ও গুলি পাওয়া গেছে। যারা ভেতরে আছেন, তাদের আত্মসমর্পণ করতে বারবার আহ্বান জানানো হচ্ছে। ‘
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন