বোমা বিস্ফোরণ
‘আহতদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে’
হোসেনী দালান প্রাঙ্গণে বোমা বিস্ফোরণের ঘটনায় আহতদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শনিবার দুপুর আড়াইটায় বোমা বিস্ফোরণে আহতদের দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বোমা বিস্ফোরণের ঘটনায় যারাই আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন তাদের সবাইকে অত্যন্ত গুরুত্বের সাথে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তাদের সকল ব্যয় সরকার বহন করবে।’
তিনি বলেন, ‘আহতদের চিকিৎসায় ডাক্তাররা রাত থেকেই কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ইতোমধ্যে ৬৩ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন। ১৪ জন চিকিৎসাধীন। এক জনের অবস্থা আশঙ্কা জনক। আগামীকাল তার অপারেশন করা হবে। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) রাখা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘এটা অত্যন্ত পরিস্কার, দেশকে অস্থিতিশীল করার জন্যই এ বোমা হামলা করা হয়েছে।’
তিনি বলেন, ইতোমধ্যে বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। বাকিদের খুব তাড়াতাড়ি আইনের আওয়তায় আনা হবে।’
আশুরা উপলক্ষে শিয়া মতালম্বীদের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটের দিকে পুরান ঢাকার হোসেনী দালান চত্বরে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় এক যুবক নিহত হন। আহত হন শতাধিক। তাদের ঢাকা মেডিকেল ও মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর;
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন