আহত চিত্রনায়ক “শুটিংয়ে শট দেওয়ারর সময় হঠাৎ পেছন থেকে আঘাত ”
পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর হান্টেড হাউস মালয়েশিয়ার ‘৯৯ ম্যানশন’ সিনেমার শুটিং করতে গিয়ে আহত হন ছবির নায়ক শামস হাসান কাদির। মিজানুর রহমান লাবু পরিচালিত এই হরর থ্রিলারর মুভির একটা সিকোয়েন্স চলাকালীন আহন হন তিনি।
এ বিষয়ে শামস হাসান কাদির বলেন, আমি গত ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে শুটিংয়ে শট দেওয়ারর সময় হঠাৎ পেছন থেকে আঘাত পাই এবং আমার ঘাড়ের একটি অংশ পুড়ে যায়।
তিনি বলেন, আঘাতটা কোথা থেকে এসেছে তা জানা যায়নি। এদিকে ঘটনার পর শামসের শুটিং কিছু দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। জানা গেছে দুই তিন দিনের ভেতর ছবির শুটিংয়ে শামস আবার যোগ দেবেন।
ছবিটিতে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি, যেগুলোর ভেতর রয়েছে গিমবল, ড্রোন, স্লাইডার সহ আরও অনেক কিছু, যা শুধুমাত্র ব্যবহার করা হয় হলিউড ও বলিউড এর বিগ বাজেটের ছবিতে।
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন, শামস হাসান কাদির, নবাগতা নায়িকা সানজানা মিতু, অনিক আহমেদ রানা, কাজী নওশাবা আহমেদ ও শিমুল খান। আন্তর্জাতিক মান বজায় রাখতে এই ছবির মালয়েশিয়ার অংশের সকল টেকনিক্যাল টিম নেয়া হয়েছে ভারতের কান্নাডা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে।
৯৯ ম্যানশন ছবিটি এই বছরই মুক্তি দেয়া হবে। বাংলাদেশ, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা হলে বিভিন্ন ভাষায় ডাবিং করে বাণিজ্যিক ভাবে এটি প্রদর্শিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













