আহাম্মক ও নির্বোধ চেনার ১৪টি উপায়
আমাদের সমাজে এমন কিছু মানুষকে দেখা যায় যারা সব জায়গাতেই একটু আগ বাড়িয়ে কথা বলে। এই ধরনের মানুষগুলো সাধারণত বড়-ছোট কাউকেই সম্মান করে না। নিজেকে অন্য জগতে প্রাণী ভাবতেই বেশি পছন্দ করে। ভাবখানা এমন যে তিনি ছাড়া আর কেউ যেন বিষয়টি বোঝে না। মূলত এমন প্রকৃতির লোক নিজেকে চালাক ভাবলেও কার্যত এরাই সবচেয়ে নির্বোধ ও বোকা। এ ধরণের মানুষ চেনার কিছু উপায় রয়েছে। যেগুলো হলো-
১। কখনো পরাজয় স্বীকার করে না।
২। যক্তিতে হারতে চায় না।
৩। অহংকার করে কথা বলে।
৪। নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে।
৫। সব বিষয়ে পারদর্শিতা দেখায়।
৬। সবাইকে সন্দেহ করে।
৭। সামান্যতেই রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে।
৮। সত্য মিথ্যা বুঝতে চায় না।
৯। অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে।
১০। কথায় কথায় তিরস্কার করে।
১১। মানুষের দুর্বল জায়গায় আঘাত করে।
১২। নিজের স্বার্থ আগে দেখে।
১৩। যে কোন প্রতিভাকে ছোট করে দেখে।
১৪।নিজেকে খুব বুদ্ধিমান মনে করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন