শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আড়াই বছর পর উইন্ডিজের ভারত জয়

ওয়েস্ট ইন্ডিজ শেষ কবে ভারতকে ওয়ানডে ক্রিকেটে হারিয়েছিল? ক্যালেন্ডারের পাতা উল্টে হিসেব কষে বের করতে হল ক্যারিবীয়ানদের সাফল্য।

কারণ নিকট বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বড় কোনো সাফল্য নেই ভারতের বিপক্ষে। আড়াই বছর আগে ওয়েস্ট ইন্ডিজ শেষ ভারতকে ওয়ানডে ক্রিকেটে হারিয়েছিল। ২০১৪ সালের ৮ অক্টোবরের পর গতকাল রোববার ভারতকে হারিয়েছে ক্যারিবীয়রা। অবশ্য এ সময়ে দুই দল খেলেছে আট ওয়ানডে, যার তিনটিতেই কোনো ফল আসেনি। ভারত জিতেছে বাকি পাঁচটিতে।

রোববার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১১ রানের ব্যবধানে। আগে ব্যাটিং করে অ্যান্টিগা স্টেডিয়ামের স্লো উইকেটে ৯ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে অপ্রত্যাশিত স্লো ব্যাটিংয়ে ভারত ১৭৮ রানের বেশি করতে পারেনি। সবকটি উইকেট হারিয়ে ২ বল আগেই শেষ হয় সফরকারীদের মিশন। এ জয়ে ওয়ানডে সিরিজে টিকে রইল ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিতে প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল। চার ম্যাচ ওয়ানডে সিরিজের অবস্থান এখন ২-১ এ।

আগের ম্যাচে মাহেন্দ্র সিং ধোনি ছিলেন নায়ক। এবার ধোনি খলনায়ক! ১০৮ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া ধোনি ভারতকে ম্যাচ হারিয়েছেন বলে দাবি বিশ্লেষকদের। শেষ ১৬ বছরে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সব থেকে মন্থরতম হাফ-সেঞ্চুরি তুলেছেন ধোনি। তার ধীরগতির ব্যাটিংয়ে চাপ পড়েছে অন্যান্য ব্যাটসম্যানদের ওপর। দ্রুত রান তুলতে গিয়ে উইকেট হারিয়েছেন অন্যান্য ব্যাটসম্যানরা।

১৯০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ৪৭ রানে ৩ উইকেট হারায় ভারত। শুরুতেই ধাওয়ান ফিরেন ব্যক্তিগত ৫ রানে। টানা দ্বিতীয় ম্যাচে শর্ট বলে হার মানেন বিরাট কোহলি (৩)। যুবরাজের পরিবর্তে ‍সুযোগ পাওয়া দিনেশ কার্তিকও হতাশ করেন। আউট হন মাত্র ২ রানে। চতুর্থ উইকেটে রাহানে ও ধোনি ৫৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। এরপরই বিপর্যয় নেমে আসে ভারতীয় শিবিরে। সর্বোচ্চ ৬০ রান করা রাহানে লেগ স্পিনার বিশুর বলে আউট হওয়ার পর দ্রুত উইকেট হারায় ভারত। কেদার যাদব (১০), হার্দিক পান্ডিয়া (২০) ও রবীন্দ্রর জাদেজা (১১) দ্রুত সাজঘরে ফিরেন।

শেষ দিকে ধোনি (১১৪) উইকেটে টিকে দলকে জেতাতে চাইলেও পারেননি। ১৭৬ রানে আউট হলে ভারতের জয়ের স্বপ্ন ভেঙে যায়। এরপর ২ রান যোগ করতে শেষ ২ উইকেট হারায় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা। ওয়েস্ট ইন্ডিজকে বহুকাঙ্খিত জয় এনে দিয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার। ডানহাতি এ পেসার ২৭ রানে নিয়েছেন ৫ উইকেট।

এর আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলে ক্যারিবীয়রা। ভারতের হয়ে উমেশ যাদব ও হার্দিক পান্ডিয়া ৩টি করে উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩৫ করে রান করেন এভিন লুইস ও কাইল হোপ।

আগামী ৬ জুলাই সিরিজের শেষ ম্যাচে অ্যান্টিগায় মাঠে নামবে দুই দল।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি