মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আড়াই লাখ টাকা নিয়ে ব্যবসায়ী ও তরুণীকে ছাড়ে পুলিশ

পুলিশ সপ্তাহ শুরুর প্রথম দিনই রাজধানীর উত্তরায় মেজবা উল হক নামের এক তরুণ ব্যবসায়ীকে বান্ধবীসহ আটক করে আড়াই লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগটি প্রকাশ পায়। এ ঘটনায় ইতোমধ্যে উত্তরা পশ্চিম থানার অভিযুক্ত এসআই আব্দুর রউফ বাহাদুর, এএসআই ফারুক আহমেদ ও কনস্টেবল গোলাম মোস্তফাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত শনিবার রাত ১২টার দিকে ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর গত রোববার পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার বিধান চন্দ্র ত্রিপুরা অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেন।

এদিকে, ভুক্তভোগী ব্যবসায়ী জানান, গত শনিবার রাত ১২টার দিকে তিনি তার বান্ধবীকে বাসায় পৌঁছে দেয়ার জন্য সিএনজি চালিত একটি অটোরিকশাযোগে উত্তরা ৯ নম্বর সেক্টরের ব্যাকলি রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছিলেন। পথে টহল পুলিশ তাদের অটোরিকশাটি থামিয়ে তল্লাশি করে। এ সময় জিজ্ঞাসাবাদ করে দুজনের মধ্যে স্বামী-স্ত্রী সম্পর্ক না থাকায় পুলিশ তাদের গাড়িতে তুলে। সেসময় এসআই আব্দুর রউফ বাহাদুর তাদের অভিভাবকদের বিষয়টি জানিয়ে দেয়ার হুমকি দেন। অনেক বলার পরও পুলিশ তাদের না ছাড়ায় ব্যবসায়ী নিজেই বিষয়টি অভিভাবককে জানানোর জন্য অনুরোধ করেন। তখন ওই পুলিশ কর্মকর্তা ব্যবসায়ীর সঙ্গে থাকা তরুণীটির বিরুদ্ধে পতিতাবৃত্তির অভিযোগ এনে তাদের কাছ থেকে ৫ লাখ চাঁদা টাকা দাবি করেন।

মেজবা উল হক আরো জানান, রাত ১২টা থেকে ভোর পর্যন্ত তাদের পুলিশের গাড়িতে বসিয়ে রাখে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয় ওই কর্মকর্তাসহ অন্যরা। এক পর্যায়ে ভোরের দিকে তিনি এক বন্ধুকে মোবাইল ফোনে বিষয়টি জানান। সকালে ওই বন্ধু আড়াই লাখ টাকা এনে পুলিশকে দেয়ার পর তাদের ছেড়ে দেয়া হয়। ছাড়া পাওয়ার পর তিনি এ বিষয়ে পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনারের কাছে অভিযোগ করেন।

উত্তরা বিভাগের উপ-কমিশনার প্রাথমিকভাবে ওই তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেন।

এ বিষয়ে মহানগর পুলিশের (মিডিয়া) উপ-কমিশনার মারুফ হাসান সরদার বলেন, ‘অভিযোগ পাওয়ার পর উত্তরা পশ্চিম থানার তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।’

এদিকে, এ ঘটনায় তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে উত্তরা জোনের এসি সোহেল রানাকে। তবে তদন্ত প্রতিবেদন কবে নাগাদ দেয়া হবে এ বিষয়ে জানা যায়নি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল