‘আয়নাবাজি’র অবৈধ প্রদর্শন রোধে পুলিশ

মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে অমিতাভ রেজার চলচ্চিত্র ‘আয়নাবাজি’। গত ৩০ সেপ্টেম্বর ছবিটি মুক্তির পর থেকেই ভালো ব্যবসা হচ্ছে এমনটাই দাবি ছিল প্রেক্ষাগৃহের মালিকদের। কিন্তু গত ২০ অক্টোবর মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি টেলিভিশনে আপলোড করা হয় ছবিটি। সেখান থেকেই অনলাইনে ফাঁস হয়ে যায় ‘আয়নাবাজি’ পুরো ছবিটি। এরপর বিভিন্নভাবে অনেকেই সেটা লাইভ করে দেন সামাজিক যোগাযোগেরমাধ্যম ফেসবুকে। এতে ছবিটি ছড়িয়ে পড়ে ব্যক্তিগত মোবাইল ফোন ও ট্যাবে। এ কারণে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছেন অনেক হল মালিক।
এমন পরিস্থিতিতে ছবিটির সুরক্ষায় এগিয়ে এসেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সাইবার ও কপিরাইট আইন ভেঙে যারা ছবিটি নকল করেছে ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে এরই মধ্যে একটি স্ট্যাটাস দিয়েছে ডিএমপি। সেখানে বলা হয়েছে, ‘আয়নাবাজি বাংলাদেশের অন্যতম সফল একটি চলচ্চিত্র। ইতোমধ্যে এ চলচ্চিত্র বেশ সফলতার সাথে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। কিন্তু কিছু অসাধু মানুষ এই সিনেমা কপি করে বিভিন্ন ওয়েবসাইটে ও ফেসবুক-এ Live দিয়ে যাচ্ছে, যা দেশের বিদ্যমান সাইবার আইন ও কপি রাইট আইনের পরিপন্থী। এ-সংক্রান্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ডিএমপি এর সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ অভিযোগ পেয়েছে এবং রমনা থানায় সিনেমা কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করেছে। সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ ইতোমধ্যে ফেসবুকে Live দেওয়া কয়েকটি Profile শনাক্ত করেছে এবং যেসব Domain বা Website-এ উক্ত সিনেমার কপি upload করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’
ডিএমপির স্ট্যাটাসে আহ্বান করা হয়, ‘আয়নাবাজি’ অবৈধভাবে ফেসবুক বা বিভিন্ন ওয়েবসাইটে ওঠানোর তথ্য যদি কারো জানা থাকে, তাহলে তা যেন [email protected] এই ঠিকানায় জানানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন