আয়নায় চোর শনাক্তের চেষ্টা, অতঃপর…
নাটোরের বড়াইগ্রামে কবিরাজের মাধ্যমে আয়নায় চোর শনাক্ত করাকে কেন্দ্র করে ওয়ার্ড মেম্বার ও তার লোকজনের হামলায় নারীসহ ছয়জন আহত হয়েছেন।
উপজেলার মাঝগাঁও ইউনিয়নের পারকোল গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, প্রায় মাসখানেক আগে পারকোল গ্রামের তিনটি বাড়িতে সিঁধেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা কয়েন গ্রামের আবদুল গাফফার কবিরাজের কাছে যান।
ওই কবিরাজের আয়নায় চোর হিসাবে পারকোর গ্রামের আবদুল জলিলের ছেলে তারেকের চেহারা দেখা যায় বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।
বিষয়টি স্থানীয় ওয়ার্ড মেম্বার ইসমাইল হোসেনকে জানালে তিনি তারেককে চোর সাব্যস্ত করে সালিশ বসানোর উদ্যোগে নেন।
কিন্তু আবদুল জলিল সালিশে বসতে অস্বীকৃতি জানালে গত সোমবার রাতে ইসমাইল মেম্বারের নেতৃত্বে ৭ থেকে ৮ জন লোক আবদুল জলিলের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।
এসময় তাদের মারধরে আবদুল জলিল, খলিলুর রহমান, জামাল, মাসুদ, জলিলের স্ত্রী তাহমিনা বেগম ও তার ছোট ভাইয়ের স্ত্রী সালমা খাতুন আহত হন। আহতরা বর্তমানে বড়াইগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে মেম্বার শামসুল ইসলামের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) এমরান হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নাটোরে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
জেলার গুরুদাসপুরে পুকুরের পানিতে ডুবে দুই পরিবারের চার শিশুর মৃত্যুবিস্তারিত পড়ুন
নাটোরে বিয়ের ঘটকালী করতে গিয়ে ধর্ষণের শিকার নারী
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিয়ের ঘটকালী করতে গিয়ে এক নারী ঘটকবিস্তারিত পড়ুন
নাটোরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
আজ সোমবার নাটোরের লালপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবাবিস্তারিত পড়ুন