শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আ.লীগের অস্বচ্ছল প্রার্থীরা ১০ লাখ পর্যন্ত পাচ্ছেন

অস্বচ্ছল মেয়র প্রার্থীদের পাশে দাড়িয়েছে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় তহলিত থেকে এরকম বেশ কয়েকজনকে অনুদান দেয়া হচ্ছে। দলের নির্বাচনী মনিটরিং সেলের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতাদের তথ্যমতে প্রায় চল্লিশ পৌরসভায় দল মনোনীত মেয়র প্রার্থীদের এ আর্থিক অনুদান দেয়া হচ্ছে।

তবে নির্বাচনী আইন লঙ্ঘন ও অন্য মেয়র প্রার্থীরা মনক্ষুন্ন হতে পারেন এমন আশঙ্কায় এ বিষয়ে গোপনীয়তা রক্ষা করে এ সব অনুদান দেওয়া হচ্ছে।

নেতাদের তথ্যমতে, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আর্থিকভাবে অস্বচ্ছল মেয়র প্রার্থীদের অনুদান দেওয়ার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী রাজনৈতিক দল মনোনীত মেয়র প্রার্থীর জন্য দলীয় তহবিল থেকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ব্যয় করা যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের নির্বাচনী সেলের এ সদস্যরা জানান, এ পর্যন্ত ১৫টি পৌরসভায় দলীয় প্রার্থীদের কাছে অনুদানের টাকা সরবরাহ করা হয়েছে। আর্থিক অনুদানের পরিমাণ পাঁচ লাখ থেকে দশ লাখ পর্যন্ত।

তারা জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় মনিটরিং সেল দুর্বল প্রার্থীদের চিহ্নিত করে একটি তালিকা তৈরি করেছেন। সেখানে প্রায় চল্লিশটি পৌরসভায় আর্থিকভাবে দুর্বল প্রার্থী খুঁজে পাওয়া গেছে।

এগুলো দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হলে কেন্দ্রীয় তহবিল থেকে এসব প্রার্থীদের আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যাতে এসব দুর্বল প্রার্থীরা নির্বাচনী খরচ মেটাতে পারে।

সূত্র জানায়, এ জন্য দল থেকে সাহায্য প্রদাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আওয়ামী লীগ দপ্তর থেকে পাওয়া তথ্য মতে, ৪০ জনের সবাইকে দু/এক দিনের মধ্যে অনুদানের টাকা সরবরাহ করার কাজ সম্পন্ন করা হবে।

তবে অপর একটি সুত্র জানায়, প্রার্থীদের নির্বাচনী খরচ মিটাতে কোন কোন কেন্দ্রীয় নেতাকে আর্থিক সাহায্য প্রদাণের আহবান জানানো হয়েছে।

জানাগেছে, অনেক এমপি-মন্ত্রীকেও প্রার্থীদের নির্বাচনী ব্যয়ভার মেটানোর দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সভাপতির অনুদান মেয়র প্রার্থীদের মনোবল চাঙ্গা করবে। জাতীয় সংসদ নির্বাচনেও দল মনোনীত সংসদ সদস্যদের দলীয় তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়ার নিয়ম রয়েছে। যেহেতু পৌরসভা নির্বাচনও এবার দলীয়ভাবে হচ্ছে তাই আর্থিকভাবে অস্বচ্ছল মেয়র প্রার্থীদের অনুদান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আওয়ামী লীগ।

এ ব্যাপারে আওয়ামী লীগে যগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফর কাছে জানতে চাইলে তিনি বলেন,কেন্দ্র থেকে প্রার্থীদের আর্থিক অনুদান দেয়ার বিষয়টি আমার জানা নেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল