আ. লীগের কমিটিতে যুদ্ধাপরাধী আর সন্ত্রাসী : এমপি সুজা
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) এস এম মোস্তফা রশিদী সুজা বলেছেন, ‘সদ্য অনুমোদন পাওয়া খুলনা জেলা আওয়ামী লীগের কমিটি গঠনে আমার কোনো মতামত গ্রহণ করা হয়নি। কমিটিতে যুদ্ধাপরাধী ও সন্ত্রাসীদের রাখা হয়েছে।’
আজ মঙ্গলবার দুপুরে খুলনা আবাহনী ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এস এম মোস্তফা রশিদী সুজা।
এস এম মোস্তফা রশিদী সুজা বলেন, ‘১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে পঞ্চানন বিশ্বাস এমপি এবং সাবেক এমপি ননী গোপাল বক্তৃতায় যাকে রাজাকার বা যুদ্ধাপরাধী বলতেন এবার তাঁকে জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘থানা কাউন্সিলে যে সর্বনিম্ন ২৭ ভোট পেয়ে কোনো পদে জয়ী হতে পারেনি, তাকেই জেলা কমিটিতে সহসভাপতির পদ দেওয়া হয়েছে।’
সুজা বলেন, ‘বিগত পাঁচ বছরে যারা ৩৯টি হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রকাশ্যে, তারাই এবার কমিটিতে স্থান পেয়েছে।’ তিনি আরো বলেন, ‘কর্মীসহ কাউন্সিলরদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জেলা কাউন্সিল হয়েছিল গত বছর, কিন্তু কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় কর্মীরা আহত হয়েছে। কমিটিতে প্রকৃত কর্মীদের মূল্যায়ন হয়নি।’ বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এনেছেন বলে সাংবাদিকদের জানান।
যুদ্ধাপরাধী ও সন্ত্রাসীদের মধ্যে কারা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছে এ ব্যাপারে এমপি সুজা কারো নাম উল্লেখ করেননি।
মতবিনিময় সভায় সদ্য ঘোষিত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাবু, কেন্দ্রীয় নেতা শেখ আবু হানিফ, মোকলেসুর রহমান বাবলুসহ অনেকেই উপস্থিত ছিলেন
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন