আ. লীগের কার্যালয়গুলোতে ল্যাপটপ দেওয়া শুরু
সারা দেশে আওয়ামী লীগের জেলা কার্যালয়গুলোতে ল্যাপটপ দেওয়ার ঘোষণা দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার গণভবনে আয়োজিত আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।
বৈঠকে সূত্রে জানা যায়, সারা দেশের আওয়ামী লীগকে ডিজিটাল বাংলাদেশের আওতায় আনতে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আগামী নির্বাচনে সারা দেশে দলীয় প্রচার-প্রচারণা সহজে চালানো যাবে।
বৈঠক থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অর্থায়নে আওয়ামী লীগের প্রতিটি জেলা কার্যালয়ে এই ল্যাপটপ দেওয়া হবে।
ল্যাপটপ বিতরণ কার্যক্রম সম্বন্ধে জানতে চাইলে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, প্রথম দিনে আট বিভাগের আট জেলার সভাপতির হাতে ল্যাপটপ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে বাকি জেলাগুলোকে ল্যাপটপ দেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন