শনিবার, অক্টোবর ১৯, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আ. লীগের দুই পক্ষের দ্বন্দ্বে জগন্নাথপুরে ১৪৪ ধারা

সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় জগন্নাথপুর পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের জারি করা এই ১৪৪ ধারা আগামীকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুরে পৌর আওয়ামী লীগের কমিটি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। উপজেলা থেকে আবদুল আহাদকে পৌর আওয়ামী লীগের সভাপতি এবং ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে কমিটি দেওয়া হয়। আবার জেলা থেকে সুধাংশু শেখর রায়কে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও আবাব মিয়াকে সদস্যসচিব ঘোষণা করে আহ্বায়ক কমিটি দেওয়া হয়। আজ বেলা ১১টার দিকে আবদুল আহাদ ও ইকবাল হোসেনের নেতৃত্বে শহরে নেতা-কর্মীরা মিছিল করেন। এরপর পৌর শহরের আবদুল খালিক কমপ্লেক্সের সামনে সমাবেশ করেন তাঁরা। তাঁদের কর্মসূচি শেষে সুধাংশু শেখর রায় ও আবাব মিয়ার পক্ষের নেতা-কর্মীরা একই স্থানে সমাবেশ করার ঘোষণা দেন। এই পক্ষের সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেয় আহাদ-ইকবাল পক্ষের নেতা-কর্মীরা। এতে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এ অবস্থায় আজ দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়। পরে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যা সাতটা পর্যন্ত কোনো পক্ষই আর শহরে সভা-সমাবেশ করতে পারেনি।

জগন্নাথপুর থানার পরিদর্শক (তদন্ত) খান মোহাম্মদ মইনুল জাকির বলেন, শহরের ১৪৪ ধারা বলবৎ রয়েছে। পরিস্থিতি শান্ত আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ুন কবির সন্ধ্যা সাতটার দিকে বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর

সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ

দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন

  • কোকেনের সবচেয়ে বড় চালানে জড়িতদের নাম পেয়েছে ডিএনসি
  • বাংলাদেশ ব্যাংক ও দুদকের ৭২ কর্মকর্তার চাকরি ছাড়ায় নানা আলোচনা
  • মূল্য ৭ কোটি: পঞ্চগড়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • নারায়নগঞ্জে কলেজ ছাত্রী যৌন হয়রানি ও লাঞ্চনার শিকার
  • বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট নিয়ে আদেশ
  • জাতীয় শোক দিবসে রাজধানীতে বাড়তি নিরাপত্তা
  • মানবতাবিরোধী অপরাধ: আজহার-কায়সারের আপিল শুনানি ১০ অক্টোবর
  • নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলা: হাইকোর্টের রায় ২২ আগস্ট
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া রাজাকার হাফিজ গ্রেপ্তার
  • সেলিম ওসমান অসুস্থ, চার্জ শুনানি হল না
  • স্ত্রী-শাশুড়িসহ তুফান ফের রিমান্ডে
  • এই রায়ে আমি ব্যথিত: অ্যাটর্নি জেনারেল