আ. লীগের ২ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কিশোর নিহত
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষে সাইফুল ইসলাম নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৪০ জন।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের বাংলাবাজার হাতানিপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত কিশোর সাইফুল জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীচর গ্রামের মৃত শরফ উদ্দিনের ছেলে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী জানান, আগামী ৬ মার্চ ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচন হবে। ওই নির্বাচনকে কেন্দ্র করে আজ বেলা সাড়ে ১১টার ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নের বাংলাবাজার হাতানিপাড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কবির আহমদ ও বিদ্রোহী প্রার্থী জগলু চৌধুরীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ১৬ বছর বয়সী এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা সাড়ে ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
সংঘর্ষের ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী কবির আহমদের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও বন্ধ পাওয়া গেছে।
যোগাযোগ করা হলে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী জগলু চৌধুরী জানান, তিনি একজনের মৃত্যুর বিষয়টি শুনেছেন। তবে সে কোন পক্ষের তিনি তা জানেন না। তিনি খোঁজ-খবর নিচ্ছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন