আ.লীগের ৭ নেতা বহিষ্কার
কক্সবাজার: তৃতীয় দফা ইউপি নির্বাচনে কক্সবাজারের চকরিয়া উপজেলার ৬ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৭ নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বহিষ্কৃতরা হলেন, বরইতলী ইউনিয়নে নজরুল ইসলাম, চিরিঙ্গা ইউনিয়নে খাজা সালাউদ্দিন ও জামাল হোসেন চৌধুরী, খুটাখালী ইউনিয়নে জয়নাল আবেদীন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে রুস্তম শাহরিয়ার, কৈয়ারবিল ইউনিয়নে মক্কী ইকবাল, বমুবিলছড়ি ইউনিয়নে কপিল উদ্দিন।
সভায় জানানো হয়, ২৩ এপ্রিল তৃতীয় দফা ইউপি নির্বাচনে চকরিয়া উপজেলার ৬টি ইউনিয়নের ৭ জন আওয়ামী লীগ নেতা বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাদেরকে দল থেকে সাময়িক বহিষ্কার এবং স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে।
এছাড়া এখন পর্যন্ত যারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। তা নাহলে তাদের বিরুদ্ধেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
এসব বিদ্রোহী প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মী কাজ করছে তাদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নৌকা প্রতীকের পক্ষে প্রকাশ্যে কাজ করার আহ্বান জানানো হয়। অন্যথায় তাদেরকেও দল থেকে বহিষ্কার করা হবে জানিয়েছে জেলা আওয়ামী লীগ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন