শনিবার, এপ্রিল ১২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আ.লীগ আর আমরা মিলেমিশে দেশ চালাব: এরশাদ

সংসদে বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামীতে তার দল এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ মিলেমিশেই দেশ চালাবে। তার দাবি, এতে দেশে কোন সাম্প্রদায়িকতা থাকবে না, থাকবে ভালোবাসা এবং দেশ এগিয়ে চলবে উন্নতির দিকে।

সোমবার দুপুরে মাদারীপুরে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এই কথা বলেন।

১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হত্যার পর নানা ঘটনাপ্রবাহ শেষে ক্ষমতা দখল করেন সে সময়ের সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ। নয় বছর পর ১৯৯০ সালের ডিসেম্বরে গণআন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ। ওই আন্দোলনের নেতৃত্ব দেয় আওয়ামী লীগ ও বিএনপি।

এরশাদের পতনের আগে রাজনৈতিক দলগুলো এই স্বৈরশাসকের কোনো সহযোগীকে দলে না নিতে লিখিত অঙ্গীকার প্রকাশ করে। কিন্তু এরশাদের পতনের পর বিএনপিতে যোগ দেন জাতীয় পার্টির অনেক নেতা। পরে আওয়ামী লীগেরও ভেড়েন অনেকেই।

২০০০ সালে আওয়ামী লীগের বিরুদ্ধে জোটবদ্ধ আন্দোলন করতে গিয়ে এরশাদকেও জোটে ভেড়ায় বিএনপি তবে ২০০১ সালের নির্বাচনে তিনি জোট ছাড়লেও দলের এক অংশ বাংলাদেশ জাতীয় পার্টি নামে জোটে থেকে যায়।

আবার ২০০৭ সালের জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ এরশাদের জাতীয় পার্টিসহ বেশ কিছু দলকে নিয়ে মহাজোট গঠন করে। ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে এই জোট ভেঙে যায় এবং বিএনপি ও জামায়াতের বর্জনের মুখে জাতীয় পার্টি আলাদা নির্বাচন করে সংসদে বিরোধী দল হয়।

আবার বিরোধী দলে থাকলেও জাতীয় পার্টির একজন মন্ত্রী ও দুই জন প্রতিমন্ত্রী আছে মন্ত্রিসভায়। তারা সরকার থেকে বের হয়ে আসবেন-এরশাদ একাধিকবার এই ঘোষণা দিলেও তার বাস্তবায়ন হয়নি।

আগামী নির্বাচনকে সামনে রেখে এরশাদ জোট গঠনের উদ্যোগ নিয়েছেন। তার দাবি, জনগণ তার দলকে ক্ষমতায় দেখতে চায়।
এই অবস্থায় মাদারীপুরে এরশাদ বলেন, ‘আমরা অন্য কোন দলে জড়াতে চাই না। আমরা চাই, আওয়ামী লীগ আর আমরা মিলে দেশ চালাবো। তাতে কোন সাম্প্রদায়িকতা থাকবে না, থাকবে ভালোবাসা এবং দেশ এগিয়ে চলবে উন্নতির দিকে।’

প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশটির সঙ্গে সামরিক চুক্তির সম্ভাবনা নিয়ে প্রচারের বিসয়ে জানতে চাইলে এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রী এমন কোন চুক্তি করবে না, যা দেশের জন্য সম্মানহানিকর।’

আগামী সংসদ নির্বাচন সর্ম্পকে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা দল গুছিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’

পরে এরশাদ পূর্ব কলাগাছিয়া সুরেন্দ্রনাথ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদ, সহকারী পুলিশ সুপার সুমন দেব, হাসপাতালের প্রতিষ্ঠাতা নকুল কুমার বিশ্বাস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

পরে এরশাদ নকুল কুমার সাহিত্য সংগীত একাডেমি উদ্বোধন করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের