‘আ.লীগ জনগণের জন্য কাজ করছে’
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা এসেছে। জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে যাচ্ছে।’
মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা আরো বলেন, ‘আমরা কাউন্সিল সফলভাবে করব। এর মাধ্যমে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। সরকার তো দারিদ্র্য বিমোচনে কাজ করবেই। দলের পক্ষ থেকেও সহযোগিতা করতে হবে, যাতে আমরা এই কাজগুলো সুষ্ঠুভাবে করতে পারি।’
আগামী ২২ ও ২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন হবে।
২০তম সম্মেলনের মধ্য দিয়ে দলকে আরো সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ বৈরী পরিবেশ ও অত্যাচার মোকাবিলা করে জনগণের জন্য কাজ করেছে।’
আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণেই বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন