“আ.লীগ জাহিলি বাহিনী, রক্ত দেখলে খুশি হয়”
আওয়ামী লীগ এখন আর শুধু স্বৈরাচারী দল নয়। তারা জাহিলি-বাতিনি বাহিনী। রক্তের প্রতি তাদের নেশা হয়ে গেছে। তারা রক্তপিপাসু। রক্ত দেখলে তারা খুশি হয়।
শুক্রবার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ছাত্রদলের সাবেক নেতাদের স্মৃতিচারণ করে খালেদা জিয়া বলেন, ইলিয়াস আলীকে কিভাবে গুম করা হয়েছে, সেটা দেশের মানুষ দেখেছে। ইলিয়াস আলী ছিল রাজপথের একজন পরীক্ষত নেতা। ছাত্ররাজনীতিতে তার অবদান অনস্বীকার্য। ছাত্রদলের সাবেক নেতা নাসির উদ্দিন পিন্টুর কোনো দোষ ছিল না। তাকে জেলে রাখা হল। তাকে সাজা দেয়া হল। জেলে অসুস্থ অবস্থায় চিকিৎসা না পেয়ে মারা গেল ছেলেটি। ছাত্রদলে তার অবদান কোনো অংশে কম ছিল না। কিন্তু রক্তপিপাসু সরকার তাকে বাঁচতে দিল না।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, প্রতিনিয়ত বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার। অথচ গুলশান, বনানীর মত জায়গায় বিদ্যুৎ থাকে না। এভাবে দেশ চলতে পারে না।
ছাত্রদল নেতাদের প্রতি বিভিন্ন উপদেশ দিয়ে খালেদা জিয়া বলেন, আমাদের বয়স হয়েছে। আমরা চলে যাবো। তোমরা যাতে আমাদের জায়গা পুরণ করতে পারো সেইভাবে তোমাদের তৈরি হতে হবে।
তিনি বলেন, ছাত্রলীগ সব দখল করে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশ নেই। শিক্ষকদের সম্মান করতে হবে। কিন্তু ছাত্রলীগ শিক্ষকদের অসম্মান করছে। সেখানে তোমরা যারা ছাত্রদলের নেতাকর্মী আছো তোমাদের প্রতিবাদ করতে হবে। সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে তোমাদের প্রতিবাদ শুরু করতে হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন