আ.লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
পূর্ব শত্রুতার জের ধরে রাজশাহীতে আসলাম (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার করেছেন তার খালাতো ভাই। এ ঘটনায় পুলিশ খালাতো ভাই জাহিদকে আটক করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর লক্ষ্মীপুর প্যারামেডিকেল রোডের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আসলাম নগরীর হেঁতেম খা এলাকার মৃত ইসলামের ছেলে। তিনি মহানগরীর ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং রাজশাহী ওয়াসার পানির পাম্প চালকের কাজ করতেন।
এলাকাবাসী জানান, সপ্তাহ খানেক আগে খালাতো ভাই জাহিদের সঙ্গে আসলামের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে মঙ্গলবার বিকেলে জাহিদ কৌশলে আসলামকে লক্ষ্মীপুর এলাকায় নিয়ে তার ভাগ্নে পাভেলের সহযোগিতায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন।
তবে অভিযোগ অস্বীকার জাহিদ জানান, তার ভাগ্নে পাভেলের সঙ্গে জমিজমা ও টাকা পয়সা নিয়ে আসলামের বিরোধ ছিল। মঙ্গলবার বিষয়টি মিমাংসা হওয়ার কথা ছিল। সেজন্য তিনি তার খালাতো ভাই আসলামের সঙ্গে দেখা করতে যান। সেখানে পাভেল হাতুড়ি নিয়ে চড়াও হলে আসলাম বাধা দেন। এ সময় পাভেল হাতুড়ি দিয়ে পিঠে আঘাত করলে আসলাম পড়ে যান। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুস্তাফিজুর রহমান জানান, আসলামকে হাসপাতালে নিয়ে আসার পর সঙ্গে থাকা জাহিদের কথায় অসংলগ্নতা পাওয়া যায়। এজন্য তাকে আটক করে রাজপাড়া থানায় নেয়া হয়েছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান মাহমুদ জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথেই আওয়ামী লীগ নেতা আসলামের মৃত্যু হয়। তার পিঠে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, মাথা ও পিঠে আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন