শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

আ.লীগ প্রার্থীদের ওপর হামলা, চেয়ারম্যান গুলিবিদ্ধ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নের চিঠি নিয়ে ফেরার পথে নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে চরঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় কমপক্ষে আরও নয় জন আহত হন।

শনিবার বিকেলে উপজেলার বয়ারচর হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরকিং ইউপি চেয়ারম্যান আলহাজ মহিউদ্দিন আহম্মদ, মো. হেলাল উদ্দিন, বাহাদুর ও মনিরসহ নয় জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নের চিঠি নিয়ে ঢাকা থেকে নোয়াখালী জেলা সদর হয়ে হাতিয়ায় ফিরছিলেন চেয়ারম্যান প্রার্থীরা। শনিবার বিকেলে হরণী ইউনিয়নের বয়ারচর হাতিয়া বাজারে পৌঁছলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে বয়াচর ফাঁড়ির পুলিশ আহতদের উদ্ধার করে নদীর ঘাটে পৌঁছে দেয়। পরে তারা স্পিডবোটে হাতিয়ায় আসার পথে নদীতে সন্ত্রাসী এলোপাথাড়ি গুলি বর্ষণ করে। এতে চরঈশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হন।

পরে হাতিয়া থানা পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের নদী থেকে নিয়ে আসেন। এ সময় সন্ত্রাসীরা একটি স্পিডবোট ও একটি ট্রলার ভাঙচুর করে। আহতদের নোয়াখালী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. ওয়ালিউল্লা জানান, যারা দলীয় মনোনয়ন বঞ্চিত হয়েছেন তারাই ক্ষিপ্ত হয়ে দলীয় প্রার্থীদের ওপর হামলা করেছে। এ সময় সন্ত্রাসীরা গাড়ি ভাঙচুর ও গুলি বর্ষণ করেছে।

একই কথা জানান জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম আমির।

তবে হাতিয়া থানার ভারপ্রাপপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুল হক জানান, দলীয় মনোনয়নের চিঠি নিয়ে প্রার্থীরা ঢাকা থেকে হাতিয়া বাজার এলে সন্ত্রাসীরা তাদের গাড়িবহরে হামলা চালায়। তবে হামলাকারীরা গুলি বর্ষণ করেছে কিনা সেটা তার জানা নেই।

উল্লেখ্য, হাতিয়ার চরকিং ইউনিয়নে আলহাজ মহিউদ্দিন আহম্মদ, চরঈশ্বর ইউনিয়নে আলাউদ্দিন আজাদ, তমরদ্দি ইউনিয়নে মো. ফখরুল ইসলাম, সোনাদিয়া ইউনিয়নে আলহাজ মো. নুর ইসলাম, জাহাজমারা ইউনিয়নে মো. সিরাজ উদ্দিন, নিঝুমদ্বীপ ইউনিয়নে মো. মেহরাজ উদ্দিন ও বুড়িরচর ইউনিয়নে জিয়া আলী মোবারক কল্লোল দলীয় মনোনয়ন পেয়েছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকেবিস্তারিত পড়ুন

ভিক্ষুকে সয়লাভ নোয়াখালীর শহর

নোয়াখালী জেলা শহর মাইজদী এখন ভিক্ষুকের শহরে পরিণত হয়েছে। যদিওবিস্তারিত পড়ুন

নোয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ

পেট্রলবোমা হামলার মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাবিস্তারিত পড়ুন

  • নোয়াখালীতে মাজারের খাদেমকে গলা কেটে হত্যা
  • ঘটনাটি ছোট বোন ও ভাই ছাড়া আর কেউ জানতনাঃ নোয়াখালীতে নির্যাতন শেষে স্ত্রীকে তালাক নোটিশ
  • নোয়াখালী থেকে ছেড়ে যাওয়া ড্রীম লাইন গাড়ী সড়ক দুর্ঘটনায় আহত ২০, নিহত-১
  • নোয়াখালীতে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
  • নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে আগুন, মালামাল পুড়ে ছাই
  • বিভাগ হলে শুধু নোয়াখালী নয়, বরং সারা বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধি হবে। (ভিডিও দেখুন)
  • স্বামীকে হত্যার পর স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
  • নোয়াখালীতে গৃহকর্মী ও যুবকসহ ২টি লাশ উদ্ধার
  • নোয়াখালীতে শিক্ষার্থী-পুলিশ ব্যাপক সংঘর্ষ, অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
  • নোয়াখালীতে ভারী বর্ষণের কৃষকের ভাগ্য পানিতে
  • নোয়াখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা !! মামলা দায়ের
  • নোয়াখালীর দুই শিশু সন্তানের জননীকে বাথরুমে নিয়ে গলাকেটে হত্যা !!