শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৫৫১ ইউপির ফল

আ.লীগ ৩৫৩, বিএনপি ৫৭

তৃতীয় ধাপের ৫৫১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের ফল নির্বাচন কমিশনে পৌঁছেছে।

এর মধ্যে ৫২২টি ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। এ ধাপে আওয়ামী লীগের আরো ২৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তৃতীয় ধাপের এ পর্যন্ত পাওয়া ফলে ৭৭ শতাংশ ভোট পড়েছে।

এছাড়া এ পর্যন্ত পাওয়া ফলাফলে বিএনপি ৫৭টি ইউপিতে ও স্বতন্ত্র প্রার্থীরা ১২১ ইউপিতে বিজয়ী হয়েছেন বলে জানিয়েছে ইসি।

গতকাল শনিবার ৬১৪ ইউপিতে ভোট হয়েছে। এর বাইরে লক্ষ্মীপুরের দুইটি ইউপিতে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আজ রোববার দুপুরে ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, বিভিন্ন স্থান থেকে প্রাথমিক ফলাফল নির্বাচন কমিশনে পাঠাচ্ছে রিটার্নিং কর্মকর্তারা। আজ সন্ধ্যার মধ্যে অধিকাংশ ইউপির চেয়ারম্যান পদের ফল পৌঁছে যাবে।

ইসি কর্মকর্তারা জানান, রোববার দুপুর পর্যন্ত ৫২২টি ইউপির ফল পৌঁছেছে। ২৯টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রয়েছে। এর বাইরে ৫৮টি ইউপির ফল পর্যায়ক্রমে আসছে। পার্বত্য এলাকার আটটি ইউপির ফলাফলের তথ্য কয়েকদিন পরে আসবে। নেটওয়ার্ক জটিলতা ও দুর্গম এলাকা হওয়ায় তা পরে সংগ্রহ হবে।

ইসি থেকে পাওয়া প্রাথমিক ফলাফলের তথ্য পর্যালোচনায় দেখা গেছে, এসব ইউপির ৯৩ লাখ ২০ হাজার ১৯৪ ভোটের মধ্যে শনিবার ভোট পড়েছে ৭১ লাখ ৯৩ হাজার ৮৬৪ ভোট। তাতে ভোট পড়ার হার হয়েছে ৭৭ দশমিক ১৯ শতাংশ।

এতে বৈধ ভোট রয়েছে ৭০ লাখ ৪৫ হাজার ৭১৩টি, বাতিল হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৫১ ভোট।

আওয়ামী লীগের প্রার্থী জিতেছে ৩২৪টি ইউপিতে। ২৯টি বিনা প্রতিদ্বন্দ্বি নিয়ে নৌকা প্রতীকের বিজয়ী দাঁড়াচ্ছে ৩৫৩ জন।

ক্ষমতাসীন দলটি ৪৫ দশমিক ১ শতাংশ ভোট পয়েছে, তাতে ৩২ লাখের বেশি ভোট পড়েছে নৌকায়।

বিএনপি প্রার্থী জিতেছে ৫৭ ইউপিতে। ২০ দশমিক শূন্য ৯ শতাংশ ভোট পেয়েছে ধানের শীষ। যা ১৪ লাখের বেশি ভোট।

স্বতন্ত্র প্রার্থীরা ২১ লাখের বেশি ভোট পেয়েছে। জিতেছে ১২১ ইউপিতে।

এছাড়া জাতীয় পার্টি ১০টি ও জাসদ একটি ইউপিতে জিতেছে এ পর্যন্ত।

প্রথম ধাপে ৭৪ শতাংশ ও দ্বিতীয় ধাপে ৭৮ শতাংশ ভোট পড়েছে। দুই ধাপে আওয়ামী লীগ ১০০১ ইউপিতে ও বিএনপি ১০৮ ইউপিতে জিতেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
  • দেশে ফিরেছেন মুহাম্মদ ইউনূস
  • মিরপুরে ঝগড়ার জেরে ‘সাততলা থেকে ফেলে’ যুবককে হত্যার অভিযোগ
  • ‘হলে থাকতেন-টিউশনি করতেন, এখন পাঁচ-ছয় কোটি টাকার গাড়িতে চড়েন’
  • শুক্রবার বৈঠকে বসছেন ইউনূস-মোদি
  • এসএসসি পেছানোর দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি, যা বলছে শিক্ষা বোর্ড
  • মব-নারীবিদ্বেষ-তৌহিদি জনতা: দেশে চরমপন্থা বিকাশের সুযোগ সত্যি নাকি বিভ্রান্তি?
  • নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
  • দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
  • ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
  • ৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট
  • আরও একমাস বাড়লো পাঁচটি সংস্কার কমিশনের মেয়াদ