পৌরসভা নির্বাচন
আ.লীগ ৪, বিএনপি ৩
স্থগিত সাতটি পৌরসভার নির্বাচনে চারটিতে আওয়ামী লীগ প্রার্থী এবং তিনটিতে বিএনপি প্রার্থী নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ যে চারটি পৌরসভায় বিজয়ী হয়েছে সেগুলো হলো: নরসিংদীর মাধবদী, নোয়াখালীর চৌমুহনী, বরগুনার বেতাগী ও মাদারীপুরের কালকিনি। আর বিএনপি বিজয়ী হয়েছে ঠাকুরগাঁও, নীলফামারীর সৈয়দপুর ও কুড়িগ্রামের উলিপুরে।
আজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এবারের ভোটে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৬টি পৌরসভা নির্বাচনে ভোট চলাকালে এসব পৌরসভায় গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
মাধবদী পৌরসভায় আওয়ামী লীগের মোশাররফ হোসেন প্রধান মানিক পেয়েছেন ১২ হাজার ২৯৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. ইলিয়াস পেয়েছেন ৮ হাজার ২০৫ ভোট।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আক্তার হোসেন ফয়সল পেয়েছেন ১৪ হাজার ৭৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন হারুন পেয়েছেন ১০ হাজার ৮১০ ভোট।
বরগুনার বেতাগী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম গোলাম কবির পেয়েছেন দুই হাজার ৬৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী হুমায়ন কবির মল্লিক পেয়েছেন এক হাজার ৬৩৫ ভোট।
মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনায়েত হোসেন পেয়েছেন সাত হাজার ১২৯। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. মসিউর রহমান সবুজ পেয়েছেন ছয় হাজার ৮৮ ভোট।
ঠাকুরগাঁও পৌরসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন পেয়েছেন ১৯ হাজার ২০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী তহমিনা আখতার মোল্লা পেয়েছেন ১২ হাজার ৬২৭ ভোট।
নীলফামারীর সৈয়দপুরে বিএনপির আমজাদ হোসেন সরকার পেয়েছেন ২৯ হাজার ৯১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন পেয়েছেন ২২ হাজার ৪৭ ভোট।
কুড়িগ্রামের উলিপুরে বিএনপি প্রার্থী তারিক আবুল আলা চৌধুরী পেয়েছেন আট হাজার ৯৯৪ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজাদুর রহমান তালুকদার সাজু (নারিকেল গাছ) পেয়েছেন পাঁচ হাজার ৪৫৩ ভোট। আর বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হামিদ সরকার পাঁচ হাজার ৪৯৭ ভোট পেয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন