ইংল্যান্ডের আগে বাংলাদেশে আসতে পারে আফগানিস্তান
ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সব শঙ্কা কেটে গেছে। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা তাদের। নতুন খবর হলো, ইংল্যান্ড সিরিজের আগেই বাংলাদেশে সফরে আসতে পারে আফগানিস্তান ক্রিকেট দল।
বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে এই সিরিজটি নিয়ে আলোচনা চলছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারে দুই দল।
এ ব্যাপারে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘হ্যাঁ, তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার জন্য বাংলাদেশ ও আফগানিস্তান বোর্ডের মধ্যে আলোচনা চলছে। অবশ্য তা এখনো চূড়ান্ত হয়নি।’
বিসিবি সূত্রে জানা যায়, আফগানিস্তান হয়তো সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশে আসতে পারে। আলোচনাটা সে রকমই হচ্ছে।
আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে আসার কথা। সিরিজের সূচিও ঠিক হয়েছে। ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে ১২ অক্টোবর চট্টগ্রামে।
এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন