ইংল্যান্ডের কন্ডিশনিং ক্যাম্পে নেই সাকিব-মুস্তাফিজ

ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় দল, উদ্দেশ্য আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া। তবে, প্রস্তুতি ক্যাম্পে অংশ নিবেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
আইপিএলের চলমান দশম আসরে খেলছেন বাংলাদেশের এ দুই ক্রিকেটার। ক্যাম্প চলাকালীন আইপিএলের ম্যাচ খেলবেন তারা। এটা নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। জানতে চাইলে তিনি বলেন, ‘ইংল্যান্ডে আমাদের প্রস্তুতি ক্যাম্পে তারা থাকবে না। তারা আইপিএলে ব্যস্ত থাকবে। ’
শ্রীলঙ্কা সফরের পর অলরাউন্ডার সাকিব আল হাসান দেশেই ফিরেননি। কলম্বো থেকে সোজা কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন তিনি। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে ২-১ দিনের মধ্যেই ঢাকা ছাড়ার কথা বাঁহাতি পেসার মুস্তাফিজের। আগামী ২৬ এপ্রিল ইংল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে জাতীয় দল।
তবে ইংল্যান্ড থেকে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের ডাবলিনে যাওয়ার আগে দলে সঙ্গে যোদ দিবেন এ দুই ক্রিকেটার। বিসিবি সূত্রে জানা গেছে, ইংল্যান্ডের ওই ক্যাম্পে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
আগামী এক মে নরফোক একাদশ ও পাঁচ মে সাসেক্স একাদশের বিরুদ্ধে খেলবেন মাশরাফি-মুশফিকরা। এ দুটি প্রস্তুতি ম্যাচও খেলবেন না সাকিব-মুস্তাফিজ। ত্রিদেশীয় সিরিজ খেলতে ৭ মে ডাবলিন যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন