ইংল্যান্ডের দায়িত্ব নিতে প্রস্তুত রুট

ইংল্যান্ডের অ্যালিস্টার কুক ভারত সফরের শুরুতেই অধিনায়কত্ব ছাড়ার কথা বলেছিলেন। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হারের মুখ দেখেছে সফরকারী ইংল্যান্ড।
টেস্ট সিরিজ হারের পর কিছুটা সমালোচনার মুখে পড়েছেন তিনি। এরপরই ভারত সফর শেষে অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ক্যাপটেন কুক। সেই সঙ্গে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য জো রুট পুরোপুরি প্রস্তুত আছেন বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
সিরিজের চতুর্থ টেস্টে ইনিংস ও ৩৬ রানের বড় ব্যবধানে হারের পর অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়ার প্রসঙ্গে কুক বলেন, আমি যে মন্তব্যগুলো করেছিলাম, সেগুলো বদলাবে না। এই সিরিজ শেষ হওয়া পর্যন্ত সব কিছু ঠিকঠাকই থাকবে। তারপর নতুন বছরে আমি স্ট্রাউসির (অ্যান্ড্রু স্ট্রাউস) সঙ্গে কথা বলব।
ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে যে জো রুটকেই দেখা যাবে; সেটাও নিশ্চিত করে দিয়েছেন কুক আরও বলেন আমার মনে হয় রুট ইংল্যান্ডের অধিনায়কত্ব করার জন্য পুরোপুরি প্রস্তুত আছে। ড্রেসিং রুমে সবাই তাকে খুব সম্মান করে। তার এখন খুব বেশি অভিজ্ঞতা নেই। কিন্তু তার মানে এই না যে, সে ভালো অধিনায়ক হতে পারব না।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন