ইংল্যান্ডের প্রস্তাবে বিসিবির না
মাশরাফি-মুশফিকদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দলের। আর এ সফরে বাংলাদেশকে গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে সবদিক বিবেচনায় রেখে আপাতত ইংল্যান্ডের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি বিসিবি।
নিজেদের প্রস্তুতির অভাব আছে স্বীকার করে বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম জানান, আমরা যদি নিজেরা প্রস্তুত না হই, তাহলে সেখানে অংশ নেয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা যদি সে ধরনের পরিবেশে নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ না করি, তাহলে আমার মনে হয় না এখানে খেলাটা ঠিক হবে।
তবে এখন দিবা-রাত্রির টেস্ট ম্যাচ না খেললেও সময়ের পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশ টেস্ট সিরিজ খেলবে বলে আত্নবিশ্বাসী বিসিবির মাহবুব আনাম।
উল্লেখ্য, ২০১৫ সালের নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিবা-রাত্রির টেস্ট আয়োজন করে অস্ট্রেলিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন