ইংল্যান্ডের বিপক্ষে বিশাল রানে এগিয়ে পাকিস্তান
দুবাইয়ে চলমান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২২২ রান সংগ্রহ করে শনিবার তৃতীয় দিন শেষ করেছে পাকিস্তান। ফলে ৩৫৮ রান এগিয়ে থেকে রোববার চতুর্থ দিন শুরু করবে পাকিস্তান।
দুই সিনিয়র ব্যাটসম্যান ইউনিস খান ৭১ এবং মিসবাহ উল হক ৮৭ রানে অপরাজিত রয়েছেন। ইউনিস খান এই ইনিংসের মাধ্যমে প্রথম পাকিস্তানি হিসেবে টেস্ট ক্রিকেটে ৯ হাজারি ক্লাবে নাম লেখিয়েছেন।
তিন ম্যাচ সিরিজে আবু ধাবির প্রথম টেস্ট ড্র হয়েছিল।
পাকিস্তানের প্রথম ইনিংসে ৩৭৮ রানের জবাবে ২৪২ রানে অল আউট হয় ইংল্যান্ড। ফলে প্রথম ইনিংসে ১৩৬ রানের লিড পায় পাকিস্তান। এর আগে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ২৪২ রানে অল আউট করে খেলায় বেশ প্রাধান্য বিস্তার করে পাকিস্তান। ওয়াহাব রিয়াজ আর ইয়াসির শাহের বোলিং তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। দুবাইতে আজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৪২ রানে অল আউট হয়ে যায়।
৩ উইকেটে ১৮২ রান নিয়ে খেলতে নেমে তারা ৬০ রান যোগ করেই বাকি ৭ উইকেট হারিয়ে ফেলে। ফলে পাকিস্তানের প্রথম ইনিংস থেকে তারা ১৩৬ রানে পিছিয়ে পড়ে।
ওয়াহাব রিয়াজ এবং ইয়াসির শাহ উভয়ে ৪টি করে উইকেট নেন। ইংল্যান্ডের ৭ ব্যাটসম্যান এক অঙ্কের রান করেন। তাদের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করে রুট।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন