ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
কিছুক্ষণ আগে এই মাঠেই বুক ভেঙ্গেছে ইংল্যান্ডের নারী দলের। অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে প্রায় জেতা ম্যাচই হেরেছে। দিল্লির সেই ফিরোজ শাহ কোটলায় এবার ইংল্যান্ডের পুরুষ দলের ফাইনালে ওঠার লড়াই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে অপরাজিত নিউজিল্যান্ডের মুখোমুখি তারা। টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইংলিশরা।
গ্রুপ পর্বের চার ম্যাচের একটিতেও সুগোগ পাননি ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। নতুন বলের এই দুই পেসার সেমিফাইনালেও দর্শক। নিউজিল্যান্ডের শক্তি দুই স্পিনার মিচেল স্যান্টনার ও ইশ সোধি আছেন। ওপেনিং ব্যাটসম্যান মার্টিন গাপ্টিল ফিরেছেন। স্যান্টনার ও সোধি মিলে ১৭ উইকেট নিয়েছেন এই আসরে।
ইংলিশদের স্পিনে থাকছেন আদিল রশিদ ও মঈন আলি। পেসাররা হলেন ক্রিস জর্ডান, ডেভিড উইলি ও লিয়াম প্লাঙ্কেট। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পর দারুণ খেলেই সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। সাবেক চ্যাম্পিয়নদের জন্য দ্বিতীয়বার এই টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াই এটি। নিউজিল্যান্ড কখনোই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন