ইংল্যান্ডের বিরুদ্ধে ধোনি খেলতে নামলে কিন্তু বিপদ হতে পারে। কেন?
ধোনি মানেই দুরন্ত সব রেকর্ড। খেলার মাঠে ধোনিকে সবাই চেনেন ‘ক্যাপটেন কুল’ নামে। সেই ধোনিই এবার কিনা খবরের শিরোনামে চলে এলেন সম্পূর্ণ অন্য কারণে।
মহেন্দ্র সিংহ ধোনি একের পর এক রেকর্ড গড়েছেন। অধিনায়ক হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। ২০১১-য় দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপও রাঁচির রাজপুত্রের নেতৃত্বে জিতেছিল ভারত। একের পর এক পালক জুড়েছে ধোনির মুকুটে।
এ হেন ধোনি আবারও রেকর্ড গড়তে চলেছেন। কী সেই রেকর্ড?
ধোনি মানেই দুরন্ত সব রেকর্ড। খেলার মাঠে ধোনিকে সবাই চেনেন ‘ক্যাপটেন কুল’ নামে। সেই ধোনিই এবার কিনা খবরের শিরোনামে চলে এলেন সম্পূর্ণ অন্য কারণে। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও দু’টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।
ধোনি ফিরবেন সেই দলে। দলের ক্যাপটেনও তিনি। ১৫ জানুয়ারি থেকে পুণেয় শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ড ওয়ানডে সিরিজ। কোনও রকম প্রস্তুতি না নিয়ে, প্র্যাকটিস না করে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামছেন ধোনি। কত দিন বাদে খেলতে নামছেন ধোনি? প্রায় আড়াই মাস অনুশীলনে নেই ধোনি।
বিশাখাপত্তনমে ২৯ অক্টোবর শেষ ম্যাচ খেলেছেন ধোনি। তার পরে সবকিছু করলেও ক্রিকেট খেলেননি। ইন্ডিয়ান সুপার লিগে তাঁর দল চেন্নাইয়িনের খেলা দেখেছেন। মেয়েকে নিয়ে বিমানে চড়েছেন।
টুইটারে ছবি পোস্ট করেছেন। ক্রিকেট মাঠের কাছাকাছিও যাননি। রনজি ট্রফি খেলেননি। অন্যান্যরা যেমন বাংলাদেশে উড়ে গিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলেন, ধোনি সেই সব করেননি। নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান এমএসকে প্রসাদ জানিয়েছেন, ‘ধোনি রনজি ট্রফি খেলবে কিনা, সেই সম্পর্কে কোনও তথ্য আমাদের কাছে নেই।
ঝাড়খণ্ড দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছে ধোনি, এই তথ্য আমাদের কাছে রয়েছে।’ এই অবস্থায় ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে খেলতে নামবেন ধোনি। কতটা সফল হবেন তার উত্তর দেবে সময়।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন