মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইংল্যান্ডের মাটিতে ইনজুরিতে পড়েছেন ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল

এমনিতেই অপূর্ণাঙ্গ সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান বিহীন আজকে সাসেক্সের অনুশীলন ম্যাচ। সেই ম্যাচটি এবার আরো ছোট হয়ে গেল। কারণ গতকাল ব্ল্যাকস্টোন একাডেমি মাঠে যখন বাংলাদেশ দলের অনুশীলনে চলছে, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তখন দেশের পথে। গত পরশু অনুশীলনে থাকার সময়ই পান স্ত্রী সুমনা হকের অসুস্থতার খবর। হঠাৎই জ্ঞান হারিয়ে ফেলা মাশরাফির স্ত্রীকে দ্রুত হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কও দেরি করেননি আর। শনিবারই ইংল্যান্ড সময় সন্ধ্যায় চেপে বসেন দেশে ফেরার উড়ানে।

গতকাল বিকেলেই তাঁর দেশে পৌঁছে যাওয়ার কথা থাকলেও ফ্লাইট বিলম্বে তা আর হয়নি। ঢাকায় নামতে নামতে তাই রাত। অসুস্থ স্ত্রীর পাশে থাকতে মাশরাফি দেশে ফেরায় আজ ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অন্য কেউ। সাধারণত অধিনায়কের অনুপস্থিতিতে তাঁর ডেপুটিই নেতৃত্ব দিয়ে থাকেন দলকে।

কিন্তু ওয়ানডে সহ-অধিনায়ক সাকিব তো দলের সঙ্গেই নেই। আইপিএল থেকে ৪ মে দেশে ফিরে রাতের ফ্লাইটেই ইংল্যান্ডের পথে রওনা হওয়ার কথা আছে তাঁর। এক দিন আগে দেশে ফিরলেও এই অলরাউন্ডারের সঙ্গেই যাবেন মুস্তাফিজও। মাশরাফির অনুপস্থিতিতে তাই দলকে নেতৃত্ব দেওয়ার জন্য অবশ্য টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবং তাঁর ডেপুটি তামিম ইকবাল আছেন।

তবে ইনজুরির জন্য তামিমও আজকের প্রস্তুতি ম্যাচে খেলছেন না। ইংল্যান্ড গিয়ে প্রথম দিনের অনুশীলনেই পুরনো পিঠের ব্যথাটা আবার অনুভব করতে শুরু করেছেন এই বাঁহাতি ওপেনার। সতর্কতা হিসেবে তাই আছেন পর্যবেক্ষণেও। একই কারণে খেলছেন না আরুনডেলে অনুষ্ঠেয় আজকের প্রস্তুতি ম্যাচটিও। তাই বলে এই ইনজুরিতে তাঁর আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ কিংবা চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হয়নি, গতকাল টেলিফোনে জানিয়েছেন তিনি নিজেই, ‘প্রথম দিনের অনুশীলনেই ব্যথা অনুভব করায় ডাক্তারের পরামর্শে এখন বিশ্রামে আছি। ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পর আর কোনো ডাক্তারি পরীক্ষা হবে কি না, বলতে পারব।

তবে চোট সেরকম গুরুতর নয়। অফিশিয়াল ম্যাচ মিস করার শঙ্কা নেই।’ শঙ্কা নেই ইংল্যান্ডের গ্রীষ্মের প্রারম্ভিক আবহাওয়া নিয়েও। সাধারণত বছরের এ সময়টা গ্রীষ্মের আগমনী দিনগুলোতেও কনকনে ঠাণ্ডা থাকে। ইংল্যান্ডে পা রাখার পর সেরকম আবহাওয়াই স্বাগত জানিয়েছিল বাংলাদেশ দলকে। তবে তামিম ইকবাল কাল আশ্বস্ত করলেন, ‘প্রথম দুই দিন প্রচণ্ড ঠাণ্ডা ছিল। তবে আজ (গতকাল) খুব ভালো ওয়েদার। ’

তবে উদ্ভূত পরিস্থিতিতে মাশরাফি-সাকিব-তামিম-মুস্তাফিজ যখন নেই, তখন ১৮ জনের স্কোয়াড নিয়ে গেলেও ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে খেলার জন্য আছেন ১৪ জন। এই দলটির নেতৃত্বে আজ মুশফিককেই দেখা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সাসেক্সের অনুশীলন শিবিরে এটিই অবশ্য শেষ ম্যাচ নয় বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজ খেলতে ৭ মে আয়ারল্যান্ড যাওয়ার আগে আছে আরেকটি। ৫ মে’র সেই প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ সাসেক্স একাদশ। ম্যাচটি হবে হোভে, সাসেক্সেরই হোম গ্রাউন্ডে। আজ ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৪টায়)।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি