ইংল্যান্ডে কপাল পুড়তে যাচ্ছে বাংলাদেশ এইচপি দলের
ওয়ানডে সিরিজ শেষে এবার তিনদিনের ম্যাচ খেলছে অস্ট্রেলিয়া সফররত বিসিবির হাই পারফর্মেন্স (এইচপি) ইউনিট। ডারউইনে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথম দিনে এইচপির ৬ উইকেটে ৩১২ রানের জবাবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি তুলেছে ৩ উইকেটে ৩১৬ রান। এতে বোঝাই যাচ্ছে ওয়ানডে সিরিজে ৫-০ তে হোয়াইটওয়াশ হলেও দল হিসেবে এনটি অতটা খারাপ নয়।
মারারা ক্রিকেট গ্রাউন্ডে তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিনে আজ এনটির ওপেনিং জুটিতে আসে ৮৪ রান। ২৯ রানের মধ্যে স্বাগতিকদের অধিনায়ক গ্রেগরিকে বোল্ড করে দেন লেগ স্পিনার তানভীর হায়দার। শেষ পর্যন্ত ২৯ রানে ২ উইকেট নেন তানভীর। কিন্তু ধীরে ধীর বোলিংয়ের ধার কমতে থাকে এইচপি দলের বোলারদের। সুযোগটা কাজে লাগিয়ে হ্যাকনি ও ডিকম্যান তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ৯৮ রান।
বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামানের শিকার হওয়ার আগে হ্যাকনি ফিরেছেন ৯৭ রান করে। ডিকম্যান অবশ্য সেঞ্চুরি হাতছাড়া করেননি। দিনশেষে অপরাজিত ছিলেন ১০২ রানে। ডিকম্যান-ডয়েলের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে যোগ হয়েছে আরও ১০৫ রান। যা এইচপির ওপর রানের পাহাড় চাপানোর ইঙ্গিত দিচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন