ইংল্যান্ড ‘আসছে’ ৩০ সেপ্টেম্বর

নিরাপত্তার অজুহাতে সফর নিয়ে গড়িমসি করলেও বাংলাদেশে আসবে ইংল্যান্ড। আগামী ৩০ সেপ্টেম্বরই ঢাকায় পা রাখবে দলটি। থাকবে ২ নভেম্বর পর্যন্ত। রবিবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে একথা জানানো হয়।
ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আক্তার আহমেদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজাম উদ্দিন আহমেদসহ সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, বাংলাদেশের সঙ্গে তিনটি একদিনের ও দুটি টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ড। ৪ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে সফরকারী দল প্রস্তুতি ম্যাচ খেলবে।
ইংল্যান্ড সবশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০১০ সালে। অ্যান্ড্রু স্ট্রাউসের বিশ্রামে সেবারই নেতৃত্বের হাতেখড়ি হয়েছিল এখনকার টেস্ট অধিনায়ক অ্যালেস্টার কুকের। গুলশান হামলার পর এবারের সফর ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়। ইংল্যান্ড থেকে বারবার বলা হয়, বাংলাদেশের অবস্থার দিকে নজর রাখছে তারা। গতকালও এ নিয়ে বিবৃতি দেন দেশটির নিরাপত্তা পরিষদের উপদেষ্টা রেগ ডিকেসন। তিনি বলেন, ‘বাংলাদেশের নিরাপত্তার ভালোমন্দের দিকে আমাদের নজর আছে।’
কয়েকদিনের মধ্যে ঢাকায় আসার কথা তাদের। এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ইংল্যান্ডের নিরাপত্তা দল ঢাকায় এসে সফরের বিষয়ে সিদ্ধান্ত নিবে।
রবিবার বৈঠক থেকে জানানো হয়, ইংল্যান্ডের খেলোয়াড়রা বাংলাদেশে ৩০ দিন থাকলেও তাদের ৪৫ দিনের ভিসা দেওয়া হয়েছে। বাংলাদেশে অবস্থানকালে তারা ঢাকা ও চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে থাকবে। খেলোয়াড়দের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন