ইংল্যান্ড সিরিজের আগে ইনজুরির মিছিলে টাইগাররা
আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে হঠাৎ থমকে গিয়েছিল বাংলাদেশ। স্তব্ধ হয়ে গিয়েছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। টিভির সামনে বসে হয়ত মাথায় হাত দিয়েছিলেন কোটি ক্রিকেটপ্রেমী। কারণ একটাই- সকলের প্রিয় মানুষ দলনেতা মাশরাফি বিন মর্তুজার ওভাবে পড়ে যাওয়া। সবার মনে একই চিন্তা- সাতবার অপারেশন করা পা নিয়ে আবারও কি উঠে দাঁড়াবেন সবার প্রিয় ম্যাশ? নাকি আবারও…… !
শেষ পর্যন্ত অবশ্য মাঠেই চিকিৎসা নেওয়ার পর আবারও উঠে দাঁড়ান অসম্ভব সাহসী এবং হার না মানা স্বভাবের এই মানুষটি। যিনি শুধু একজন ক্রিকেটার নন; তার চেয়েও বড় কিছু। বাংলাদেশের মানুষের মনে মাশরাফির স্থান অন্যরকম- শ্রদ্ধা, ভালোবাসা আর অনুপ্রেরণার। শেষ পর্যন্ত ওভার শেষ করে মাঠ ছাড়েন মাশরাফি। কিন্তু আবারও ফিরে আসেন কিছুক্ষণ পর। বলও করেন ছোট রানআপে। উইকেট আর না পেলেও কিপটে বোলিং করে চেপে ধরেন আফগানদের।
এখন পুরোপুরি সুস্থ হয়ে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ওয়ানডে সিরিজেই মাঠে নামার আশা করছেন মাশরাফি বিন মর্তুজা। তবে আশঙ্কা রয়েছে লিটন কুমার দাস ও মোহাম্মদ শহীদকে নিয়ে। টেস্ট ক্রিকেটে নিয়মিত এ দুই মুখকে নাও পেতে পারে বাংলাদেশ।
সপ্তাহ খানেক আগে নেটে বল ধরতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। এখন পর্যন্ত বিশ্রামে রয়েছেন তিনি। আগামীকাল বুধবার থেকে হালকা অনুশীলন করতে নামবেন তিনি। তবে আগামী সপ্তাহের মধ্যে খেলার জন্য ফিট হতে পারবেন বলে আশা করছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
এদিকে, জাতীয় লিগের বরিশাল বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রোর হয়ে খেলতে নেমে পুরোনো ইনজুরিতে নতুন করে ব্যথা পান মোহাম্মদ শহিদ। সাইড স্ট্রেনের চোটে মাত্র দুই ওভার বোলিং করে আর বল করা হয়নি তার। তবে সপ্তাহ খানেক বিশ্রামে থাকলে এ চোট ঠিক হয়ে যাবে জানান মোহাম্মদ শহিদ।
ক্রিকেটারদের ইনজুরি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মাশরাফির ইনজুরি গুরুতর নয়, দুই একদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে, তবে লিটনকে কাল নতুন কিছু অনুশীলন দিবো। আশা করি সপ্তাহ খানেকের মধ্যে সে ঠিক হয়ে যাবে। আর শহিদের পুরোনো একটা ইনজুরি আছে, সেটাই নতুন করে হয়েছে শুনেছি। কাল ও আমার কাছে আসবে, দেখে বলতে পারবো ইনজুরি কতটা মারাত্মক।’
উল্লেখ্য, ইংল্যান্ডের বিপক্ষে আগামী ৭ ও ৯ অক্টোবর সিরিজের প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডে ১২ অক্টোবর। ওই ভেন্যুতেই ২০ অক্টোবর থেকে শুরু প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২৮ অক্টোবর থেকে। টেস্ট সিরিজের আগে ইংল্যান্ড দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। ওয়ানডের আগে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে সে ম্যাচটি হবে ৪ অক্টোবর।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন