ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয় প্রতীকে হবে

আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয় প্রতীকে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার দুপুরে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘বাংলার মাটিতে রাজনীতি করতে হলে জয় বাংলা বলতেই হবে: বর্তমান প্রেক্ষাপট-চলমান রাজনীতি’ শীর্ষক এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের ধর্মের কার্ড এবারের নির্বাচনে কাজে দেয়নি। সাংবিধানিকভাবে দেশকে ধর্মনিরপেক্ষ করার এটি একটি ভালো সুযোগ। এটি কাজে লাগিয়ে আমাদের ৭২ এর সংবিধানে ফিরে যাওয়ার পথে এগিয়ে যেতে হবে।
সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, খালেদার ভুল রাজনীতির কারণেই পৌরসভা নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়েছে। তিনি একা নন, তার ধানের শীষও পরাজিত হয়েছে। সব ধান চিটা হয়ে গেছে।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি অভিনেতা এটিএম শামসুজ্জমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন