ইউপি নির্বাচন ঘিরে অস্ত্র বিক্রি!
পুরান ঢাকার বংশাল এলাকার ইউসুফ মার্কেট থেকে গতকাল বুধবার রাতে তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছয়টি বিদেশি অস্ত্র, ১০টি ম্যাগজিনসহ ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অস্ত্রগুলো বিক্রির জন্য আনা হয়েছিল দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।
তিনি বলেন, স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের চাহিদা বেড়ে যাওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার জন্য গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা এসব অস্ত্র এনেছিল।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, গতকাল বুধবার রাতে বংশাল এলাকার ইউসুফ মার্কেট থেকে অস্ত্রসহ তিন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- দবির উদ্দিন ওরফে তুহিন, আবদুল হামিদ ও ইরফানুল হাসান পিয়াস।
পুলিশের এই কর্মকর্তার দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা গোয়েন্দা পুলিশকে জানিয়েছে, তাদের কাছ থেকে দেশের বিভিন্ন সন্ত্রাসীরা রাজনৈতিক পরিচয়ে অস্ত্র কিনছে এবং এসব অস্ত্র ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব খাটানোর জন্য বিভিন্ন ব্যক্তিও কিনছে।
জিজ্ঞাসাবাদে তারা আরও জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে এসব অস্ত্র ঢাকায় নিয়ে এসে দীর্ঘদিন ধরে তারা অস্ত্র ব্যবসার করছিল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে পিয়াস ৬০ হাজার টাকায় অস্ত্র কিনতে কুমিল্লা থেকে গতকাল ঢাকায় আসে। পরে সে এসব অস্ত্র নিয়ে গিয়ে কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করত। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাহিদা থাকায় অস্ত্র কিনতে এসেছিল সে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন