ইউপি সদস্যের বাড়িতে সম্পন্ন হলো বাল্য বিয়ে
বাল্য বিয়ে বন্ধে সরকার যখন বদ্ধপরিকর। ঠিক সে সময়ই এক ইউপি সদস্যর ইন্ধনে তার বাড়িতেই বাল্য বিয়ে দেয়া হলো ৮ম শ্রেণীর এক ছাত্রীর। বাল্য বিয়ের এই ঘটনাটি প্রশাসনের কর্তা ব্যক্তিদের জানানো হলেও এনজিও প্রতিনিধি পাঠিয়ে দায় সেরেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
জানা গেছে, পুঠিয়ার ভালুকগাছী গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুর রহিম কিশমত হোজা গ্রামের ইউপি সদস্য সাইদুরের বাড়িতে দিনমজুরের কাজ করে। সেই সূত্র ধরে একই গ্রামের আব্দুস সোবানের মেয়ে সোনিয়া খাতুনের (১৩) সাথে বিয়ের আয়োজন করা হয়।
সোনিয়া খাতুন হোজা অনন্তকান্দী দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী। গত শুক্রবার ছেলেপক্ষের লোকজন বিয়ে করতে আসলেও মেয়ের বিয়ের বয়স না হওয়ায় দুর্গাপুর থানার পুলিশ বাধ সাধেন তাতে। এ কারণে স্থানীয় নিকাহ্ রেজিষ্ট্রার বিয়ে রেজিষ্ট্রি করতে অস্বীকৃতি জানায়। পরে শুধু কালেমা পড়িয়ে বিদায় দেয়া হয় বর পক্ষের লোকজনকে। একদিন পর গতকাল শনিবার ইউপি সদস্য সাইদুর রহমান ক্ষমতার দম্ভ দেখিয়ে নিজের বাড়িতেই বিয়ের আয়োজন করে। সেখানে পুনরায় বিয়ে রেজিষ্ট্রি করে বিয়ে দেয়া হয়। আয়োজন করা ধুমধাম অনুষ্ঠান ও খানাপিনার।
ছেলের বাবা জসিম উদ্দিন অভিযোগ করেন, তার ছেলে রহিম দুই বছর ধরে মামা আমিরুলের বাড়িতে থাকে। তার অমতেই তারা মামা আমিরুল জোর করে তাকে বিয়ে দেয়ার আয়োজন করে। এ নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মোবাইল ফোনে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওই দফায় বিয়ের আয়োজন বন্ধ হলেও শনিবার কিশমত হোজা গ্রামের ইউপি সদস্য সাইদুর রহমান ক্ষমতার দম্ভ দেখিয়ে নিজের বাড়িতেই বিয়ের আয়োজন করেন।
এ ব্যাপারে ইউপি সদস্য সাইদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিয়ে দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, শুক্রবার বিয়ে বন্ধ হওয়ার পর ছেলের মামা আমিরুল ইসলাম নিজ দায়িত্বে তার বাড়িতেই বিয়ের আয়োজন করেন। এই বিয়ের সাথে তার কোন যোগসাজশ নেই বলেও দাবি করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন