ইউরোপ সেরার তালিকায় মেসি-রোনালদো, বাদ নেইমার
ইউরোপের বর্ষসেরা ফুটবলার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি বার্সেলোনার তারকা ফরোয়ার্ড নেইমারের। স্বাভাবিকভাবেই জায়গা পেয়েছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
সোমবার ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। ইউরোপের সাংবাদিকদের ভোটে প্রতি বছর এই মহাদেশের ক্লাবগুলোয় খেলা ফুটবলারদের মধ্যে এই পুরস্কার দেওয়া হয়।
রিয়াল মাদ্রিদের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর দেশের হয়ে প্রথমবারের মতো ইউরো জেতায় এই পুরস্কার জয়ের দৌড়ে পরিষ্কার ফেভারিট রোনালদো।
ভালো সম্ভাবনা আছে গতবারের বিজয়ী মেসিরও। বরাবরের মতো গত মৌসুমেও বার্সেলোনার হয়ে দারুণ খেলেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
গত মৌসুমে বার্সেলোনাকে ‘ডাবল’ জেতাতে দলের পক্ষে সর্বোচ্চ গোল করে গুরুত্বপূর্ণ অবদান রাখা লুইস সুয়ারেসের সংক্ষিপ্ত তালিকায় থাকাটাও একরকম প্রত্যাশিতই ছিল।
তালিকায় জায়গা করে নিয়েছেন পর্তুগিজ ডিফেন্ডার পেপে। আছেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ গ্যারেথ বেল। রিয়ালের সাফল্যে অবদান রাখার পর ওয়েলসকে ইউরোর সেমি-ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
বার্সেলোনার হয়ে ৪৯ ম্যাচে ৩১ গোল করা নেইমারের না থাকাটা বার্সেলোনা সমর্থকদের জন্য কিছুটা হতাশারই বটে।
১০ জনের সংক্ষিপ্ত তালিকায় অন্যরা হলেন, জানলুইজি বুফফন (জুভেন্টাস ও ইতালি), অঁতোয়ান গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ ও ফ্রান্স), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ ও জার্মানি), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ ও জার্মানি), মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ ও জার্মানি)।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন