ইউসি ব্রাউজার এখন বাংলায়
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে প্রথমবারের মত বাংলায় ওয়েব ব্রাউজিংয়ের সুবিধা চালু করলো ইউসি ব্রাউজার। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ইউসি ব্রাউজারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসি ওয়েবের মার্কেটিং ডিরেক্টর ক্যাথরিন হং, ইউসি ওয়েবের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভলপমেন্ট বিভাগের ম্যানেজিং ডিরেক্টর কেনি ইয়ে, আলীবাবা মোবাইল বিজনেস গ্রুপের মার্কেটিং ম্যানেজার শিং ডং।
চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলীবাবা গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান ইউসি ওয়েব। এই প্রতিষ্ঠানেরই ফ্ল্যাগশিপ পণ্য ইউসি ব্রাউজার।
ইউসি ওয়েবের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে বিশ্বের সকল ইন্টারনেট ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যময় ইন্টারনেট সেবা প্রদান করা।
বর্তমানে বিশ্বে দেড়শোটিরও বেশি দেশে ও অঞ্চলে ব্যবহার করা হয় ইউসি ব্রাউজার। ইংরেজি, রুশ, ইন্দোনেশিয়, ভিয়েতনামি, বাংলাসহ বিশ্বের ১১টিরও বেশি ভাষায় ইউসি ব্রাউজার ব্যবহার করা যায়।
অনুষ্ঠানে ইউসি ওয়েবের মার্কেটিং ডিরেক্টর ক্যাথরিন হং ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণটি চালু করেন। এ সময় তিনি বলেন, ‘আমরা ২০১৫ সালের ডিসেম্বরে বিশ্বে প্রথমবারের মত বাংলায় পরীক্ষামূলকভাবে মোবাইল ব্রাউজার চালু করি। দুই মাস পরীক্ষামূলকভাবে ব্যবহারের পর ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলা ভাষাভাষীদের জন্য আমরা ইউসি ব্রাউজারের বাংলা সংস্করণ চালু করলাম’।
ক্যাথরিন আরও জানান, ‘২০১৫ সালের জুন মাসে চালিত একটি জরিপের ফলাফলের উপর ভিত্তি করে বাংলা ইন্টারফেসে মোবাইল ব্রাউজার চালুর সিদ্ধান্ত নেয় ইউসি ওয়েব। জরিপে দেখা যায়, ইন্টারফেস হিসেবে প্রথম ভাষা ব্যবহারকারীদের মোট জনংসখ্যার ৯৮ শতাংশের মধ্যে ৩৭ শতাংশ ব্যবহারকারী বাংলা ভাষায় ওয়েব ব্রাউজিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এ কারণে ২০১৫ সালের ডিসেম্বরে প্রথমবারের মত ইউসি ব্রাউজারের ১০.৭.৮ সংস্করণে বাংলা ইন্টারফেস ব্যবহার করা হয়’।
ইউসি ওয়েব ইন্টারন্যাশনালের বিজনেস ডেভলপমেন্ট বিভাগের ম্যানেজিং ডিরেক্টর কেনি ইয়ে বলেন, ‘বিশ্বের চারটি বিকাশমান প্রযুক্তি বাজার চীন, ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে ইউসি ব্রাউজার শীর্ষ মোবাইল ব্রাউজার হিসেবে ব্যবহৃত হয়। শুধুমাত্র ২০১৫ সালে ইউসি ব্রাউজারের ব্যবহারকারী বেড়েছে ১০৯.২ শতাংশ। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি বাজার। আর তাই বাংলাদেশি ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই ইউসি ব্রাউজারে বাংলা ইন্টারফেস চালু করা হয়েছে’।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন