শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ইগো আমার ফোলা না, শাস্তি চাই: বদরুলের মা

কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কোপানোর ঘটনায় ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিচারের দাবিতে যখন সোচ্চার সারা দেশ, তখন অভিযুক্ত সন্তানের বিচার চাইলেন বদরুলর মা দিলারা বেগমও। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ‘ইগু (বদরুল) আমার ফোলা (ছেলে) না। আমি তাইনের শাস্তি চাই।’

বদরুলের মা বলেন, ‘আমি ইগুর শাস্তি দেইখ্যা মরতাম চাই। তাইনে আস্তা নিমকহারামের খাম করছুইন।’

বুধবার সন্ধ্যায় ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মুনিরজ্ঞাতি গ্রামে নিজ বাড়িতে গণমাধ্যমকর্মীদের কাছে এমন প্রতিক্রিয়া জানান।

গত সোমবার সিলেটে খাদিজা আক্তারকে বদরুলের কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা খাদিজা এখন স্কয়ার হাসপাতালে ভর্তি। বুধবার বিকালে বদরুল সিলেটের একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাকে আদালতে পাঠিয়েছেন বিচারক।

এই ঘটনায় অন্যান্য অনেকের মতো ক্ষুব্ধ বদরুলের চাচা আব্দুল হাইও। তিনি বলেন, ‘ইগুআমরা হগ্গলের আশা-ভরসা আছিল। উনকা (এখন) ইগু বেইজ্জতি খরল। ইগোর লাগান কুলাঙ্গারের মুখ আমি দেখতাম চাই না।’

বদরুলের মা দিলারা বেগম জানান, গণপিটুনির শিকার হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর বা আদালতে তোলার খবর পেয়েও তারা বদরুলকে দেখতে যাননি। ঘটনার পর থেকে পরিবারের কেউ লজ্জায় ঘর থেকে বের হচ্ছে না।

বদরুলের মা বলেন, ‘আমি অভাবি মানুষ। মাইনষেরতে সাহাইয্য লইয়া ইগোরে ফরাইছি। বহুত আশা-ভরসা আছিল তার উফরে। কিন্তু ইতা খিতা খরলো বদরুল ?’

ছয় মাস আগে স্বামী হারিয়েছেন দিলারা বেগম। চার ছেলে এক মেয়ের মধ্যে বদরুল দ্বিতীয়। সৌদি আরবে কাজ করে একটি পাকা বাড়ি বানালেও পরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হলে চিকিৎসার খরচ জোগাতে জায়গাজমি বিক্রি করে দেন তিনি। এখন স্থাবর সম্পদ বলতে এই বাড়িটিই।

বদরুলের মা বলেন, ‘ফুলাফানের মইধ্যে বদরুলই আছিন সবচে ভালা ছাত্র। আইজ ইতাই বুকটা ভাঙি দিল।’

বদরুলের মা বলেন, ‘মাইনষের ফুরিরে (মেয়ে) ইল্লাখান (এভাবে)জালিমের মত খেমনে মাইরল? ইগু তো এই লাখান (এ রকম) আছিল না। ইগু তাগো বাড়িত লজিং থাকতো ইগু হেগো নুন খাইয়া নিমকহারমি খরল।’

বদরুলের চাচা আব্দুল হাই বলেন, সে খুব ভালো ছাত্র ছিল। দক্ষিণ খুরমা মুনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয় থেকে বদরুল এসএসসি ও গোবিন্দগঞ্জ কলেজ থেকে এইচএসসিতে খুব রেজাল্ট করে সে। এরপর ভর্তি হন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হয়। তার বাবা সৈয়দুর রহমানের খুব বড় স্বপ্ন ছিল বদরুলকে নিয়ে।

পিতার মৃত্যুর পর টানাপড়েনের সংসারের হাল ধরে রেখেছেন বদরুলের বড় ভাই দর্জি দোকানি নুরুল ইসলাম। ছোট দুই ভাইয়ের মধ্যে একজন কৃষিকাজ করে এবং অন্যজন স্কুলে পড়ে।

একমাত্র বোন ছাতকের গোবিন্দগঞ্জ কলেজে স্নাতকের ক্লাসের ছাত্রী। বদরুল নিজেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ছাতকের গৌবিন্দগঞ্জ আয়েজুর রহমান উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে চাকরি করতেন।

বদরুলের চাচা বলেন, ‘আগে তো বদরুইল্লা ভালাই চলতো। কিন্তু তার ভিতরে যে খিতা আমরা জানতাম না। সারা পরিবারের আশা-ভরসা আছিল তার উপরে। আর সে আইজ বংশের ইজ্জত মারলো। এই কুলাঙ্গারের মুখ দেখতাম চাই না।’

এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে নতুন নতুন এলাকা প্লাবিত

দ্বিতীয় দফার বন্যায় সিলেট অঞ্চলে সাত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দি।বিস্তারিত পড়ুন

সিলেটে ৯ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ফেঞ্চুগঞ্জে  দুটি বগি লাইনচ্যুতবিস্তারিত পড়ুন

সিলেট বিভাগের বন্যা ভয়ঙ্কর রুপ নিচ্ছে

গত কয়েকদিনের অবিরত হালকা ও ভারী বর্ষণ, পাহাড়ি এবং ভারতবিস্তারিত পড়ুন

  • অনাবৃষ্টি, তীব্র রোদে সংকটে সিলেটের চা-বাগানগুলো
  • সিলেটে বন্যার উন্নতি হলেও পিছু ছাড়ছে না দুর্ভোগ
  • সিলেটে দোকানে দোকানে পানি, ব্যবসায়ীদের মাথায় হাত
  • সিলেটে মৃদু ভূমিকম্প
  • সিলেটে ঢলের পানিতে শিশুসহ চার ও বজ্রপাতে একজনের মৃত্যু
  • ১০ ঘণ্টা পর সিলেটের পথে রেল চলাচল শুরু
  • ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে হিন্দু মহাজোট নেতা গ্রেপ্তার
  • বিয়ের প্রথম রাতে বর নিখোঁজ, সারা রাত একা বাসরঘরে বসে আছে নববধূ !! এলাকায় তোলপাড় চলছে ..
  • স্কুল ছাত্রীকে যৌন হয়রানি, ৩ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি
  • স্বামীর সহযোগিতায় চার সন্তানের জননীকে ধর্ষণের পর হত্যা!
  • আতিয়া মহলের ২ মামলায় পিবিআই’র তদন্ত শুরু
  • সিলেটে মা-মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার