ইচ্ছে পূরণ হলো আফ্রিদির

পাকিস্তানের মাটিতে শেষ ম্যাচ খেলার ইচ্ছার কথা জানিয়ে ছিলেন শহিদ আফ্রিদি। টেস্ট এবং ওয়ানডে থেকে অবসরের পর সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। পিএসএলেই এই ঘোষণা দিয়েছেন আফ্রিদি।
এবার এই লিগের ফাইনাল ম্যাচ হওয়ার কথা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
অনেকে এই ম্যাচের ভেন্যু নিয়ে সমালোচনা করছেন। তবে ৫ মার্চে অনুষ্ঠিতব্য এই ম্যাচ নিয়ে খুব উচ্ছ্বসিত ছিলেন আফ্রিদি। জানিয়ে ছিলেন দেশের মাটিতেই হতে পারে তার বিদায়ী ম্যাচ। বলেছিলেন, ‘পিএসএলের ফাইনাল লাহোরে আয়োজনের সিদ্ধান্ত অনেক বড় ব্যাপার। আমি ম্যাচটির দিকে তাকিয়ে আছি। শেষ ম্যাচটা দেশের মাটিতেই খেলতে চাই।’
শিরোপা জিতলে কী করবেন তাও জানিয়েছিলেন আফ্রিদি। বলেন, ‘আমরা যদি ফাইনালে জিততে পারি তাহলে পেশেয়ারে গিয়ে আর্মি পাবলিক স্কুলের শিশুদের সঙ্গে শিরোপা উদযাপন করবো।’
অবশেষে আফ্রিদির এই ইচ্ছে পূরণ হলো। দেশের মাটিতেই হতে যাচ্ছে তার বিদায়ী ম্যাচ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন