ইচ্ছে পূরণ হলো মিমোর!

সত্যি সিনেমাটিক ব্যাপার! একদিন চিত্রনায়ক রিয়াজের সামনে নিজেকে প্রমাণ করতে হয়েছে নিজের মেধা ও যোগ্যতা; সেই বিচারকের বিপরীতেই এবার নায়িকা হবার সুযোগ। ক্যারিয়ারে দারুণ উপভোগের ঘটনাটি ঘটেছে সুপার হিরো সুপার হিরোইন খ্যাত লামিয়া মিমোর ক্ষেত্রে। রিয়াজ-মিমো জুটি বেঁধে অভিনয় করছেন ‘সে ছিল আমার স্বপ্নচারিণী’ নামের একটি নাটকে। এটি রচনা করেছেন মমর রুবেল ও পরিচালনা করছেন সুজন বড়ুয়া।
এ ব্যাপারে মিমো বলেন, ‘আমি রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে খুবই আনন্দিত। ভীষণ এক্সসাইটেড। তিনি আমার স্বপ্নের নায়ক। তার অভিনয় আমাকে মুগ্ধ করে। আমার অনেক দিনের ইচ্ছে ছিলো তার সঙ্গে কাজ করবো। সেই ইচ্ছে আজ পূরণ হলো।’
উল্লেখ্য, একটি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজনে ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসেন লামিয়া মিমো। তিনি ছিলেন ২০০৯ সালে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম স্থান বিজয়ী। মিমো যখন এ প্রতিযোগিতায় অংশ নেন, তখন বিচারক হিসেবে ছিলেন চিত্রনায়ক রিয়াজ। সেখানেই দুজনের প্রথম পরিচয় ও আলাপ। কিন্তু মিমো রিয়াজকে চিনতেন অনেক আগে থেকেই। বড় পর্দায় তার অভিনয়ে মুগ্ধ ছিলেন মিমো। মজার ব্যাপার হচ্ছে, প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর অনেকবার দেখা হয়েছে রিয়াজের সঙ্গে। কুশল বিনিময় হয়েছে। তবে রিয়াজের বিপরীতে কখনোই কাজ করা হয়নি। এবার সেই ইচ্ছেটা পূরণ হলো।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন