ইডেনে কালো ব্যাজ পরবেন খেলোয়াড়রা
ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আজ। সেমিফাইনাল থেকে দল বাদ পড়ায় আজ দুই অতিথিদের খেলা উপভোগ করবে ভারতের দর্শকরা। তবে উত্তেজনার এই লড়াইয়ে কালো ব্যাচ ধারণ করেই খেলতে নামবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়রা। সেই সঙ্গে ফাইনালে নারীরাও কালো ব্যাজ পরে মাঠে নামবেন।
কলকাতায় মর্মান্তিক ফ্লাইওভার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সম্মানে আজ ইডেনে কালো ব্যাজ ধারণ করবেন পুরুষ এবং প্রীলাদের চার ফাইনালিস্ট দলের খেলোয়াড়রা। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) সভাপতি এবং ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গলী জানিয়েছেন, দুই দলের খেলোয়াড়দের কালো ব্যাজ পরার জন্য অনুরোধ করেছেন তারা।
গত বৃহস্পতিবার কলকাতার জোড়াসাঁকোতে নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভার ধসে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক পথচারী। মর্মান্তিক ওই দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য শোকে পুড়ছে কলকাতা। আর সেই ক্ষতিগ্রস্তদের সম্মানেই আজ ইডেন গার্ডেনে টি২০ বিশ্বকাপের ফাইনালে চারটি দলের খেলোয়াড়দের কালো ব্যাজ পরার অনুরোধ করা হয়েছে।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ ৩টায় ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। আর সন্ধ্যা সাড়ে ৭টায় ছেলেদের ফাইনালে হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন