ইডেনে ভারত নিউজিল্যান্ড ফাইনাল?
সোমবার রাতে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্ব। এবার সেমিফাইনালের অপেক্ষা। আগামীকাল দিল্লিতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। পর দিন মুম্বাইয়ে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ৩ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেনে হবে ফাইনাল। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
শেষ চারে ওঠা দলগুলোর মধ্যে একমাত্র নিউজিল্যান্ডই সুপার টেনের সবগুলো ম্যাচ জিতেছে। অন্যদিকে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড একটি করে ম্যাচ হেরেছে। সুপার টেনে নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে।
যদিও ভারতকেই এক নম্বর ফেভারিট মনে করা হচ্ছে। শিরোপা জেতার দৌঁড়ে ধোনির দলই এগিয়ে। অস্ট্রেলিয়াকে নিজেদের শেষ ম্যাচে যেভাবে হারিয়েছে তাতে, ভারতকে এক নম্বর ফেভারিট না ভাবার কোন কারণ নেই।
শেষ তিন ওভার জিততে দরকার ছিল ৩৯ রান। মানে ওভার প্রতি ১৩ রান করে। বিরাট কোহলির ম্যাজিক্যাল ব্যাটিংয়ে ৫ বল হাতে রেখেই মনে রাখার মতো জয়টা তুলে নেয় ভারত।
তবে কালকের সেমিফাইনালে নিউজিল্যান্ডকেই ফেভারিট মনে করা হচ্ছে। ইংলিশ ব্যাটসম্যানরা স্পিন বোলিংয়ে দুর্বল। এই বিশ্বকাপে স্পিন বোলিংয়ে সবচেয়ে দাপট দেখানো দলটিই হলো নিউজিল্যান্ড।
সুপার টেনে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে যেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ওয়েস্ট ইন্ডিজ মূলত গেইল নির্ভর দল। গেইল ব্যর্থ হলেই শেষ। সব মিলিয়ে মুম্বাই ম্যাচে ভারতই ফেভারিট।
তাহলে কী ইডেন গার্ডেন ভারত নিউজিল্যান্ড ফাইনাল? ক্রিকেট বোদ্ধারা সেই সম্ভাবনার কথাই বলছেন। আর শেষ হাসি ধোনিদের মুখেই দেখছেন তারা। কারণ বড় ম্যাচ কীভাবে জিততে হয়, সেটা ধোনির চেয়ে আর ভাল জানে কে? আর ইতিহাসও নিউজিল্যান্ডের কথা বলছে না। সেমিফাইনাল, বড় জোর ফাইনালেই আটকে থাকছে নিউজিল্যান্ড। অতীত তো সেটাই বলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন